নিয়ম ভেঙে শাস্তি পেলেন পোলার্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তকে অমান্য করার দায়ে শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড।
তাঁকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা ছাড়াও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, কোড অব কন্ডাক্টের এক নম্বর ধারা ভঙ্গ করেছেন পোলার্ড।

এর ফলে ধারাটির ২.৪ অনুচ্ছেদ অনুসারে তাঁকে এই শাস্তি দেয়া হয়েছে। ঘটনাটি ঘটে ভারতের ব্যাটিং চলাকালীন। সে সময় মাঠে দায়িত্বরত আম্পায়ারকে না জানিয়েই বদলি একজন ফিল্ডারকে মাঠে ডাকেন পোলার্ড।
আইসিসির নিয়ম অনুযায়ী কোনো পরিবর্তিত খেলোয়াড়কে মাঠে নামাতে হলে প্রথমে আম্পায়ারকে জানাতে হবে এবং ওভার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু সেটি না করায় শাস্তি পেতে হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে।
অনুমতি ছাড়া বদলি খেলোয়াড় ডাকায় মাঠে দায়িত্বরত দুই আম্পায়ার নাইজেল দিগুদ এবং গ্রেগরি ব্রাথওয়েট পোলার্ডের বিরুদ্ধে ম্যাচ রেফারি কাছে অভিযোগ করেন।
তাদের পাশাপাশি তৃতীয় আম্পায়ার লেজি রেইফার ও ফোর্থ আম্পায়ার প্যাট্রিক গাস্টার্ডও পোলার্ডের বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে ক্যারিবিয়ান অলরাউন্ডার প্রাথমিকভাবে নিজের অভিযোগ অস্বীকার করেন।
পরবর্তীতে ম্যাচ রেফারি জেফ ক্রো আনুষ্ঠানিক শুনানি ডাকেন। সেখানে অভিযোগ প্রমাণিত হলে পোলার্ডের ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়।