promotional_ad

রোহিতের রেকর্ডের দিনে ভারতের সিরিজ জয়

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে বৃষ্টি আইনে ২২ রানের জয় পেয়েছে সফরকারী ভারত। একই সঙ্গে এই জয়ে ২-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে বিরাট কোহলির দল।


লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। এরপর নির্ধারিত ২০ ওভারে ওপেনার রোহিত শর্মার হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ১৬৭ রানের বড় সংগ্রহ দাঁড়া করায় কোহলি বাহিনী।


৫১ বলে ৩ ছয় এবং ৬ চারের সাহায্যে ৬৭ রান করেন রোহিত। একই সঙ্গে ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয়ের মালিক বনে যান তিনি।  বর্তমানে ৯৬ টি-টোয়েন্টি খেলা রোহিতের ছয়ের সংখ্যা ১০৭টি। আর ৫৮ ম্যাচে ১০৫টি ছয় নিয়ে দুই নম্বরে আছেন গেইল। 


promotional_ad

রোহিত ছাড়াও এই ম্যাচে রান পেয়েছেন আরেক ওপেনার শিখর ধাওয়ান এবং অধিনায়ক কোহলি। ১৬ বলে ৩ চারের সাহায্যে ২৩ রানের ইনিংস এসেছে ধাওয়ানের ব্যাট থেকে। আর কোহলি করেছেন ২৩ বলে ২৮ রান। যেখানে রয়েছে একটি করে ছয় এবং চার। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওশানে থমাস এবং শেল্ডন কটরেল প্রত্যেকে ২টি করে উইকেট পেয়েছেন। এছাড়াও একটি উইকেট নিয়েছেন আরেক পেসার কিমো পল। 


ভারতের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শত রানের কোটা পার করার আগেই ৪ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরেই লডারহিলে বৃষ্টি হানা দেয়। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর বৃষ্টি আইনে ক্যারিবিয়ানদের নতুন লক্ষ্য নির্ধারিত হয় ১৫.৩ ওভারে  ১২১ রান। কিন্তু বৃষ্টি আইনে পার স্কোরের (১২০) চেয়ে ক্যারিবিয়ানদের রান কম থাকায় জয়ী ঘোষণা করা হয় ভারতকে।


ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দারুণ খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান রোভমান পাওয়েল। ৩ ছয় এবং ৬ চারের সাহায্যে ৩৪ বলে ৫৪ রান করেন তিনি। আর ভারতের পক্ষে ২৩ রানে ২ উইকেট পান হার্দিক পান্ডিয়া।  


সংক্ষিপ্ত স্কোরঃ


ভারতঃ ১৬৭/৫ (২০ ওভার) (রোহিত-৬৭, কোহলি-২৮; থমাস-২/২৭ কটরেল-২/২৫)


ওয়েস্ট ইন্ডিজঃ ৯৮/৪ (১৫.৩ ওভার) (পাওয়েল-৫৪, পুরান-১৯; পান্ডিয়া-২/২৩, সুন্দর-১/১২) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball