promotional_ad

ক্রোনিক লো ব্যাক পেইনে ভুগছেন সাইফউদ্দিন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসন্ডেন্ট ||


পিঠের ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘ নয় বছর ধরে এই চোটের সঙ্গে লড়াই করে আসছেন তিনি। পুরোপুরি সুস্থ হতে তাঁর সময় লাগবে আরো কয়েকদিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এরই মধ্যে নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানিয়েছেন বর্তমানে ক্রোনিক লো ব্যাক পেইনে ভুগছেন তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন।  


গত আয়ারল্যান্ড সফর থেকেই ব্যাথা নিয়ে খেলে আসছেন সাইফউদ্দিন। সেই সফরে ব্যাথা বেড়ে গেলে ইনজেকশন নিয়ে মাঠে নামেন তিনি। এরপর বিশ্বকাপ চলাকালীন সময়ে ব্যাথা বেড়ে গেলে আবারো ব্যাথানাশক ইনজেকশন নিতে হয় তাঁকে। কিন্তু দেশে ফিরে আসার পর পুনরায় এই ব্যাথা মাথাচাড়া দিয়ে ওঠে সাইফউদ্দিনের।



promotional_ad

সাইফউদ্দিনের ইনজুরি প্রসঙ্গে দেবাশীষ চৌধুরী বলেন, 'সাইফউদ্দিন একটি ক্রোনিক লো ব্যাক পেইনে ভুগছে। প্রায় নয় বছর ধরে এই সমস্যার কথা সে বলে আসছে। সম্প্রতি ওর ব্যাথাটা বেড়ে যাওয়াতে গত মাস ছয়েক আগে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হই যে ওর একধরনের ফ্যাসিট জয়েন্ট সমস্যায় ভুগছে। তার ফলশ্রুতিতে চিকিৎসার অংশ হিসেবে আমরা রিহ্যাবিটেশন কনসারভেটিভ ম্যানেজম??ন্ট এগুলো চেষ্টা করি। এই চেষ্টায় পুরোপুরি সাফল্য না আসাতে আমরা ওকে ইনজেকশন দেই।'


দেবাশীষ আরো যোগ করেন, 'ইনজেকশন দেয়ার পর ওর ব্যাথা কিছুটা নিরসন হয় এবং ও খেলা চালিয়ে যেতে পারে। কিন্তু সম্প্রতি বিশ্বকাপের আগে যখন সে আয়ারল্যান্ড সফরে যায় তখন ওর ব্যাথাটা আবার বেড়ে যায় এবং ইংল্যান্ডে আসার পর ওকে সেখানকার চিকিৎসকরা পর্যবেক্ষণ করে এবং ওরাও একই মতামত দেন যে ওর ফ্যাসিট জয়েন্ট সমস্যা আছে। ওরা ওকে দ্বিতীয়বারের মতো ইনজেকশন দেন ব্যাথা নিরাময়ের জন্য। সেই ইনজেকশনটি কিছুদিনের জন্য ওকে ব্যাথা মুক্ত রাখতে সাহায্য করে।'


সাইফউদ্দিনের ইনজুরির ধরণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তাঁর বায়োমেকানিক্যাল এসেসমেন্ট করতে হবে বলেও জানান দেবাশীষ। তবে এর জন্য তাঁকে পাঠাতে হবে বিদেশে। কেননা বাংলাদেশে এখনও এই প্রযুক্তি আসেনি। বিসিবির চিকিৎসক বলেন, 'দেশে ফিরে আসার পর আমরা সাইফউদ্দিনকে আবার রিভিউ করি, রিএক্সামিন করি এবং ওর চিকিৎসার ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা আপাতত যেভাবে আগাচ্ছি সেটি হলো এই সমস্যার যে কারণটা আমাদের ডিটেক্ট করতে হবে। এটা নির্ণয় করা আমাদের দেশে সম্ভব নয়। এজন্য আমরা চেষ্টা করছি ওকে বাইরে কোথাও পাঠিয়ে ওর বায়োমেকানিক্যাল এসেসমেন্ট করার জন্য।'



বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে সাইফউদ্দিনের ব্যাপারে আলোচনা করা হয়েছে বলেও নিশ্চিত করেন দেবাশীষ। যত দ্রুত সম্ভব প্রতিভাবান এই অলরাউন্ডারকে বিদেশে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, 'কোনো বায়োমেকানিক্যাল সমস্যার জন্য ওর কোমরের বিশেষ কোনো জায়গায় বারবার চাপ পড়ছে কিনা সেটা নির্ণয় করতে গেলে আমাদেরকে এধরণের সেট অফ দ্যা আর্ট ফ্যাসিলিটি আছে এধরণের কোনো ইনস্টিটিউটে ওকে পাঠাতে হবে। বিসিবির প্রধান নির্বাহী আমাদের জানিয়েছেন এধরণের ব্যাপারে খোঁজ নিতে যে কোথায় একধরণের ফ্যাসিলিটিস আছে, আমরা যোগাযোগ শুরু করেছি। আশা করি আমরা সপ্তাহ খানেকের মধ্যে জানতে পারবো যে আমরা ওকে কোথায় পাঠাচ্ছি বা কি ধরণের অ্যাসেসমেন্ট ওর হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball