বাশারের ‘লজ্জায়’ তামিমের ভাগ

ছবি: ছবি- রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডটি এখন যৌথভাবে তামিম ইকবাল এবং হাবিবুল বাশারের। আর একবার শূন্য রানে ফিরলেই বাশারকে ছাড়িয়ে লজ্জার রেকর্ডের শীর্ষে পৌঁছে যাবেন তামিম।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে লাসিথ মালিঙ্গার বলে শূন্য রানে ফিরে যান অধিনায়ক তামিম। আর তাতেই সাবেক অধিনায়ক বাশারের পাশে নাম লিখিয়েছেন তিনি।

সর্বমোট ১৮টি ডাক নিয়ে বাশারের পাশে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশ দলের অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে ১৫টি ডাক আছে মোহাম্মদ রফিক এবং মাশরাফি বিন মুর্তজার।
লজ্জার তালিকায় তাঁরা আছেন যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে। ১৪টি ডাক নিয়ে এই তালিকার পঞ্চম অবস্থানে মোহাম্মদ আশরাফুল। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে তামিমের ডাক ৩২টি।
যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ডাক মেরেছেন মাশরাফি বিন মুর্তজা। শূন্য রানে তিনি ফিরেছেন ৩৪ বার।
অর্থাৎ অবশিষ্ট ক্যারিয়ারে আর তিনবার শূন্য রানে ফিরলে মাশরাফিকেও ছাড়িয়ে যাবেন তামিম। তিন ফরম্যাটে আশরাফুলের ডাক সংখ্যা ৩১টি, যা লজ্জার রেকর্ডে তৃতীয় স্থানে আছে।