promotional_ad

ওয়াহাব-হাসানরাও আমিরের পথে হাঁটবে, শঙ্কায় শোয়েব

ছবিঃ পাকিস্তান ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হুট করেই টেস্ট ক্রিকেট থেকে মোহাম্মদ আমিরের অবসরের ঘোষণায় অবাক হয়েছেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। সাবেক এই ফাস্ট বোলার শঙ্কায় আছেন, ওয়াহাব রিয়াজ-হাসান আলিদের টেস্ট ক্যারিয়ার নিয়েও। তাঁর ধারণা, দ্রুতই আমিরের পথে হাঁটবেন দলের বাকিরাও। 


ফিক্সিংয়ের দায়ে ৫ বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন আমির। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার পাশাপাশি দলের নিয়মিত সদস্য ওঠেন এই পেসার। সাদা পোশাকেও দেশটির হয়ে নিয়মিত ম্যাচ খেলে যাচ্ছিলেন তিনি। 


ইংল্যান্ড বিশ্বকাপের আগে অফ ফর্মে থাকার কারণে তাঁকে প্রথমে স্কোয়াডের বাইরে রেখেছিল নির্বাচকরা। পরবর্তীতে দলের প্রয়োজনে আমিরকে স্কোয়াডে ফেরানো হয়। স্কোয়াডে ডাক পেয়ে নিজের স্বরূপেও ফেরেন এই ডানহাতি পেসার। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার ১৫দিনের মাথায় টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বসেন আমির।



promotional_ad

শোয়েবের ধারণা, এখনকার বোলাররা শুধু টি-টোয়েন্টি খেলতে চায়, যে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আমির। তাঁকে দেখে দলের বাকি বোলাররা এমন সিদ্ধান্ত নিয়ে বসতে পারে বলে শঙ্কায় আছেন টেস্টে ১৭৮ উইকেট শিকার করা এই ফাস্ট বোলার।


শোয়েব বলেন, 'এখনকার ছেলেরা শুধু টি-টোয়েন্টি খেলতে চায়। ওয়ানডে খেলাও তাদের কাছে অনেক বড় ব্যাপার। মোহাম্মদ আমির, জুনায়েদ খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ—এরা সবাই শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলতে চায়।


আমিরের ওপর বিশ্বাস রেখে তাকে আবার দলে ডাকা হয়েছিল, সে বিশ্বাসের প্রতিদান দেওয়ার সময় ছিল এখন। পাকিস্তানের টেস্ট দল এখন বাজে অবস্থায়। এ সময় আমিরকে দরকার ছিল। মনে আছে, হাঁটুতে চোট থাকা সত্ত্বেও ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলাম।’


আমির অবসরের বিবৃতিতে অবশ্য বলেছেন, ‘এটা সহজ সিদ্ধ??ন্ত ছিল না। বেশ কিছুদিন থেকেই ভেবেছি। সামনেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। পাকিস্তানও এখন বেশ কিছু দুর্দান্ত তরুণ ফাস্ট বোলার পেয়ে গেছে। তাই এখনই টেস্ট ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলার সঠিক সময় ছিল, যেন নির্বাচকেরা যথাযথভাবে পরিকল্পনা করতে পারেন।’



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball