promotional_ad

সিরিজ বাঁচাতে মাঠে নামছেন তামিম-মুশফিকরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯১ রানের বিশাল ব্যবধানে হেরে অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই তামিম ইকবালের দলের। সেই লক্ষ্য নিয়েই রবিবার (২৮ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন তামিম-মুশফিকরা। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। 


অধিনায়ক তামিম ইকবালের অধীনে প্রথম ম্যাচে একেবারেই নাজুক ছিল বাংলাদেশের পারফরম্যান্স। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং; তিন বিভাগেই অপরিপক্বতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সমালোচিত হয়েছে তামিমের অধিনায়কত্বও। দ্বিতীয় ম্যাচে তাই সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়েই থাকবেন অভিজ্ঞ এই ওপেনার। 


অবশ্য সিরিজে ফেরার এই মিশনে বাংলাদেশ কিছুটা স্বস্তি পেতে পারে লাসিথ মালিঙ্গা না থাকায়। শ্রীলঙ্কার ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই তারকা পেসার প্রথম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বিদায়ের ম্যাচটি তিনি রাঙ্গিয়ে নিয়েছেন দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে। ৯.৪ ওভার বোলিং করে দুই মেইডেনসহ ৩৮ রান খরচায় তিন উইকেট শিকার করেন তিনি। 


সিরিজে ফিরতে হলে বোলারদের এগিয়ে আসতে হবে সবার আগে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩১৪ রানের বিশাল পুঁজি পায়।


মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজদের তেমন পাত্তাই দেননি কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুসরা। ৯৯ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১১১ রান করেন কুশল পেরেরা। 


দ্বিতীয় ওয়ানডের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন। ম্যাচের আগের দিন তিনি জানিয়েছেন, দল হারলেও সম্ভাব্য সেরা একাদশ নিয়ে প্রথম ওয়ানডে খেলেছিল বাংলাদেশ।  


সুজন বলেন, ‘একাদশ সাজানোয় ভুল হয়েছে আমি সেভাবে ফিল করি না। আমরা ভালো একাদশই বাছাই করেছিলাম প্রথম ম্যাচের জন্য। পরিবর্তনের কথা আমরা এখনও চিন্তা করিনি। অনেকগুলো পরিবর্তন এলে যে ভালো হবে, সবসময় সেটা না। আবার অনেক সময় পরিবর্তন আনলে ভালো হয়। যেটা আমি বললাম যে আমরা প্রথম ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ সাজিয়েছি।’  



promotional_ad

শ্রীলঙ্কার একাদশে অবশ্য নিশ্চিতভাবেই একটি পরিবর্তন আসছে। প্রথম ওয়ানডে খেলে বিদায় নেয়া লাসিথ মালিঙ্গার পরিবর্তে একাদশে আসতে পারেন ডানহাতি পেসার দাশুন শানাকা। এ ছাড়া আর কোনো স্বাগতিকদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই।


উইকেট এবং কন্ডিশনঃ 


সিরিজ শুরু হওয়ার আগেই শ্রীলঙ্কার নির্বাচক কমিটির চেয়ারম্যান অশান্তা ডি মেল জানিয়েছিলেন, ব্যাটিং সহায়ক উইকেট থাকবে প্রতি ম্যাচেই। পিচ কিউরেটর গডফ্রে ডাবারকে স্পোর্টিং উইকেট বানানোর জন্য নির্দেশও দেন তিনি। 


ডি মেল  বলেন, ‘আমি গডফ্রেকে বলেছি তিন ম্যাচের জন্যই ভালো উইকেট বানাতে। যেখানে বোলাররা পেস এবং বাউন্স পাবে এবং ব্যাটসম্যানরাও ভালোভাবে খেলতে পারবে। দুই দলের কথা মাথায় রেখেই তাকে এমনটা বলেছি। দুই দলই যেন স্কোরবোর্ডে ভালো রান তুলতে সক্ষম হয়। তিনটি ম্যাচেই স্পোর্টিং উইকেট থাকবে এবং সবগুলোই নতুন উইকেট হবে।’


এদিকে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে, প্রেমাদাসায় রবিবার সকালে বৃষ্টি নামার সম্ভাবনা থাকলেও সেটা লম্বা সময় নেবে না। যদিও বিকেল ৪টায় আবারও হানা দিতে পারে বৃষ্টি। এ ছাড়া বাকি দিন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গেছে আবহাওয়া রিপোর্ট থেকে। 


নজর থাকবে যাদের ওপরঃ


মুশফিকুর রহিমঃ


ব্যাট হাতে আগের ম্যাচে ৬৭ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ১১১ রানের জুটি গড়েছিলেন তিনি। দলের বিপর্যয়ে হাল ধরতে পারদর্শী মুশফিকের প্রতি প্রত্যাশা থাকবে এই ম্যাচেও। 



কুশল পেরেরাঃ 


প্রথম ওয়ানডেতে ৯৯ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান কুশল পেরেরা। দ্বিতীয় ম্যাচেও ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের ব্যাটের দিকে চেয়ে থাকবে শ্রীলঙ্কা। 


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- 


তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। 


শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য)- 


দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নুয়ান প্রদীপ, দাশুন শানাকা ও লাহিরু কুমারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball