ফিল্ডিংয়ে ছন্নছাড়া অবস্থা থেকে বের হতে হবেঃ সুজন

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেকনিক নয়, ফিল্ডিংয়ে ভালো করতে হলে পরিবর্তন আনতে হবে শরীরী ভাষায়। এ ছাড়া ছন্নছাড়া মনোভাব দূর করতে হবে ফিল্ডারদের। তাহলেই কেবল উন্নতি সম্ভব ফিল্ডিংয়ে মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন।
'ফিল্ডিংয়ের বিষয়টি তো আসলে টেকনিক্যাল কোনো ব্যাপার না। ফিল্ডিংয়ের টেকনিক আপনি পরিবর্তন করতে পারবেন না। ছেলেদের মাঠের শরীরী ভাষা দেখাতে হবে।

ম্যাচে মনোনিবেশ যদি ভালো হয় তাহলে আরেকটু ভালো হবে। একটা সময় হয় যে ওরা যখন ভালো খেলতে থাকে, তখন আমরা কিছুটা ছন্নছাড়া হয়ে যাই। এই ছন্নছাড়া ব্যাপারটি থেকে বের হয়ে আসতে মাঠে আরেকটু ভালো করতে হবে।' শনিবার বলেছেন সুজন।
দুর্বল পেস আক্রমণের পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের কারণে ইংল্যান্ড বিশ্বকাপেও বাজে ফলাফল করেছিল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কা সিরিজেও অব্যাহত রইল তা।
শুক্রবারের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল পেরেরা'র ক্যাচ তালুবন্দি করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়াও অনেক মিস ফিল্ডিং করেছে বাংলাদেশ। তবে এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশের, মনে করছেন সুজন।
'আমরা বেশ কিছু ফিল্ডিং মিস করেছি কাল। তবে আমি মনে করি আমরা ভালো অবস্থায় যেতে পারব। আমরা বিশ্বাস করি যে কাল বাংলাদেশ যেমন ফিল্ডিং করেছে এর চেয়ে আমরা ভালো ফিল্ডিং সাইড। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। এখান থেকে আমরা ভালো করব বলে বিশ্বাস করি।'