এখনও লড়াইয়ে আছিঃ তামিম

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রথমবারের মতো বাংলাদেশের নেতৃত্ব পেয়ে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে তামিম ইকবাল। সেই সঙ্গে দলও ব্যর্থ হয়েছে। লঙ্কানদের বিপক্ষে ৯১ রানের বড় ব্যবধানে হারের পর ব্যর্থতা মেনে নিয়ে সামনের দিকে তাকাচ্ছে বাংলাদেশ অধিনায়ক।


তামিম জানিয়েছেন, তাঁর দল এখনও লড়াইয়ে আছে। সিরিজের প্রথম ম্যাচে হারের পরও দলের ক্রিকেটারদের ওপর বিশ্বাস রাখছেন বাংলাদেশ অধিনায়ক। বাকি দুই ম্যাচে দায়িত্ব নিয়ে খেলতে পারলে সিরিজ জেতা সম্ভব বলেও মনে করেন তিনি।


promotional_ad

'আমরা এখনও সিরিজে টিকে আছি। ১৫ জনের যে দলটি আমার আছে, তাদেরকে নিয়ে আমি খুশি। ওদের ওপর বিশ্বাস রাখতে হবে। ওদের সামর্থ্য আছে, স্রেফ দায়িত্ব নিয়ে খেলতে হবে। ভালো ব্যাপার হলো, এখনও দুটি ম্যাচ আছে, আমরা লড়াইয়ে আছি।'


শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কত্বের শুরুটা একেবারেই মনের মতো হয়নি তামিমের। টস হেরে শুরু। এরপর কোনো কিছুই প্রত্যাশা মতো করতে পারেননি দেশসেরা এই ওপেনার।


আগে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষে বড় সংগ্রহ গড়েছে। এই রানের চাপে নিজেও সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। শেষ পর্যন্ত দলকেও হারতে হয়েছে বড় ব্যবধানে। এখন তামিমের সামনে সামনে তাকানো ছাড়া অন্য কোনো উপায়ও নেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball