মালিঙ্গার জন্য ২০০ ভাগ দিয়েছে লঙ্কানরা!

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
লাসিথ মালিঙ্গার শেষ ওয়ানডে ম্যাচ উপলক্ষে তাঁকে বিদায় জানাতে লঙ্কান ক্রিকেটারদের ২০০ ভাগ দিতে বলেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে।
কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে সেটাই করেছে সতীর্থরা, মনে করছেন করুনারত্নে। বাংলাদেশের বিপক্ষে ৯১ রানের বিশাল জয়ে উপযুক্ত বিদায়ী ম্যাচ খেলেছেন মালিঙ্গা, দাবি লঙ্কান অধিনায়কের।

ম্যাচ শেষে করুনারত্নে বলেন, 'আমরা আমাদের সর্বোচ্চটুকু তাঁকে দিয়েছি। আমি সবাইকে বলেছিলাম মালিঙ্গার জন্য ২০০ ভাগ দিতে, ওরা সর্বোচ্চটুকুই দিয়েছে।'
একইসঙ্গে এই কিংবদন্তীর বদলি চেয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক। 'আমাদের তাঁর বদলি একজনকে খুঁজতে হবে। অনেকেই চেষ্টা করবে। যদিও মালিঙ্গা কিংবদন্তি। সে শ্রীলঙ্কার হয়ে অসাধারণ সব সময় কাটিয়েছে।' বলেছেন করুনারত্নে।
টেস্ট এবং ওয়ানডে থেকে অবসর নিলেও দেশের হয়ে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন মালিঙ্গা। শ্রীলঙ্কার হয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে নেবেন মালিঙ্গা, প্রত্যাশা করুনারত্নের।
'তাঁকে যখনই বল দিয়েছি সে উইকেট এনে দিয়েছে। আমরা তাঁকে মিস করব। টি-টোয়েন্টিতে সে এখনও খেলবে। আশা করি শ্রীলঙ্কার হয়ে সে বিশ্বকাপ নেবে।'