বাড়তি দায়িত্বই ফেরাবে পুরনো তামিমকেঃ ফাহিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজের দলে নেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সহ-অধিনায়ক সাকিব আল হাসানও গিয়েছেন ছুটিতে। এমন অবস্থায় বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার দায়িত্বটা পড়েছে ওপেনার তামিম ইকবালের কাঁধে।
এই সিরিজের আগে মাত্র একবার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন এই ওপেনার, সেটাও আবার টেস্টে। এবারই প্রথম ওয়ানডেতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি। ইংল্যান্ড বিশ্বকাপে তাঁর ব্যাটিং এবং ফর্ম নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা।

পুরো আসরে মাত্র ২৩৭ রান করা এই ওপেনার স্বাভাবিকভাবে নিজের ব্যাটিং নিয়ে আছেন চাপে, তাঁর ওপর দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব এসে পড়েছে কাঁধে। সব মিলিয়ে ওয়ানডে সিরিজে অধিনায়ক তামিমকে দিতে হতে পারে কঠিন পরীক্ষা।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কোচ নাজমুল আবেদিন ফাহিম মনে করছেন, অধিনায়কত্বটাকে উপভোগ করবেন তামিম। তাঁর ধারণা, অধিনায়কের এই বাড়তি দায়িত্বই তামিমকে পুরনোরুপে ফিরিয়ে আনবে।
নারী ক্রিকেট দলের এই ম্যানেজার বলেন, 'আমার মনে হয় অধিনায়কত্বটা সে উপভোগ করবে। এটাকে সে চাপ হিসেবে নেবে বলে আমার মনে হয় না। এটাই হয়তো ওকে সাহায্য করবে নিজেকে আরেকটু মেলে ধরতে। এটা হয়তো একদিক দিয়ে ভালো হয়েছে যে অধিনায়কত্বের কারণেই ওর ব্যাটিংটা ভালো হবে।'
অধিনায়ক তামিম ইকবালের পরীক্ষা শুরু হবে ২৬ জুলাই থেকে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে তাঁর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে প্রস্তুতি ম্যাচে তাঁর অধীনে ৫ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।