মেহেদির ঘূর্ণিতে দিশেহারা আফগানিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নেমেছে বাংলাদেশ 'এ' দল। প্রথম দুই ম্যাচে আফগানদের কাছে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ দল 'এ' দল ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
মেহেদির ৩ উইকেটঃ
শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন পেসার আবু জায়েদ রাহি। এরপরের কাজটা দলের পক্ষে করেছেন স্পিনার মেহেদি হাসান। ২৫ রানে ২ উইকেট হারানো নাসির জামালের দল ৩৪ রানে শহীদউল্লাহকে হারিয়ে বসে।
ব্যক্তিগত ৮ রানে এই স্পিনারের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। খানিক পর অধিনায়ক নাসির জামালকেও বিদায় করেন তিনি। ৪০ রানে ৪ উইকেট হারানো আফগানদের বিপদমুক্ত করতে পারেননি ওপেনার ইবরাহিম জাদরানও।

দলীয় ৫০ রানে মেহেদির ঘূর্ণিতে লেগ বিফরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ২৫ রান। ৬ ওভার বোলিং করে এক মেইডেন সহ এখন পর্যন্ত ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এই স্পিনার।
রাহির জোড়া শিকারঃ
বাংলাদেশ 'এ' দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। বল করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই আঘান হানেন তিনি। প্রতিপক্ষের ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ০ রানে লেগ বিফরের ফাঁদে ফেলে বিদায় করেন এই ডানহাতি পেসার।
এর খানিকপর দলীয় ২৫ রানে তিন নম্বরে নামা উসমান গনিকেও বিদায় করেন রাহি। ১২ রান করে উইকেটরক্ষক জাকের আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান 'এ' দলঃ ৭৬/৫ (২১ ওভার)
(দারউইস রাসুলি ১৩*, করিম জানাত ১৪*) (রাহি ২/১২, মেহেদি ৩/২৫)