সেঞ্চুরির পথে মিঠুন

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। জবাবে ব্যাটিং করছে বাংলাদেশ।
সেঞ্চুরির পথে মিঠুনঃ
মুশফিক ৪৬ বলে ৫০ রানের ইনিংস খেলে হাসরাঙ্গার শিকার হয়ে ফিরে গেলে একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন। তাঁর হাফ সেঞ্চুরি এসেছে ৬০ বলে। ইনিংস বড় করে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৮২ রানে ব্যাট করছেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন।
মুশফিকের হাফ সেঞ্চুরি, মিঠুনের ব্যাটে রানঃ
চার নম্বরে নেমে ৪১ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। ওয়ান ডাউনে নামা মিঠুনও রান পেয়েছেন।

অধিনায়কত্বের শুরু নেতার মতো হলো না তামিমেরঃ
বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। বাঁহাতি এই ওপেনার ৪৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে লাহিরু কুমারার বলে রাজিথার হাতে ক্যাচ দিয়ে আউট হন। মাশরাফি বিন মুর্তজার ইনজুরিতে দলের নেতৃত্ব পাওয়া তামিমের শুরুটা নেতার মতো হলো না।
সাজঘরে সৌম্যঃ
সৌম্য দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ১৩ রান করে কাসুন রাজিথার বলে আপন্সর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। বাংলাদেশের হয়ে ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমেছেন মোহাম্মদ মিঠুন।
তামিম-সৌম্যর ব্যাটে বাংলাদেশের শুভসূচনাঃ
শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের দেয়া বড় লক্ষ্যের জবাবে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন। ৮ ওভারেই দুই ওপেনার ৩৫ রান তুলে নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ ২৮২/৮ (৫০ ওভার) (শানাকা ৮৬*, জয়াসুরিয়া ৫৬; সৌম্য ২/২৯, রুবেল ২/৩১)
বাংলাদেশঃ ২৩০/৪ (৪০.৪ ওভার) (মিঠুন ৮২*, সাব্বির ২*)