দলে ডাক পেয়ে অবাক ফরহাদ রেজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হ্যামস্ট্রিংয়ের চোটে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন। তাঁর বদলি হিসেবে দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা। হঠাৎ জাতীয় দলে ডাক পেয়ে কিছুটা অবাক হয়েছেন তিনি।
ডানহাতি এই পেসার জানিয়েছেন, তিনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি দেন। অবশ্য জাতীয় দলে ডাক পাওয়াকে অস্বাভাবিক ভাবছেন না সর্বশেষ ২০১২ সালে বাংলাদেশের হয়ে খেলা ফরহাদ রেজা। এর কারণ হিসেবে ডানহাতি এই অলরাউন্ডার জানিয়েছেন, বিশ্বকাপেও তিনি স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন।

‘আমি শেষ মুহূর্তে ঘুমানোর প্রস্তুতিই নিচ্ছিলাম এবং তখনই হঠাৎ ফোন বেজে উঠে। প্রধান নির্বাচকের (মিনহাজুল আবেদীন নান্নু) ফোন ছিল। তিনিই আমাকে স্কোয়াডে ডাক পাওয়ার ব্যাপারটি জানান। সত্যি বলতে এটা আমাকে অবাক করে দিয়েছিল কিন্তু এটা অস্বাভাবিক ছিল না। কারণ আমি বিশ্বকাপে স্ট্যান্ডবাই ছিলাম।’
মাশরাফি ছিটকে যাওয়ায় খারাপ লাগছে ফরহাদের। ওয়ানডে অধিনায়কের বদলি হিসেবে দলে এলেও তাঁর জায়গা পূরণ করা সম্ভব নয় বলেই মনে করেন তিনি। মাশরাফিকে অসাধারণ একজন অধিনায়ক এবং অনুপ্রেরণাদায়ী হিসেবে মূল্যায়ন করছেন তিনি।
‘মাশরাফি ভাইয়ের জন্য খারাপ লাগছে। শেষ মুহূর্তে তিনি বাদ পড়েছেন, এমন অবস্থায় আমি দলে এসেছি। তার জায়গা পূরণ করা একেবারেই অসম্ভব এবং তিনি একজন অসাধারণ অধিনায়ক এবং ছেলেদের জন্য অনুপ্রেরণাদায়ী।’
দীর্ঘ আট বছর পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পান ফরহাদ রেজা। ডাক পেলেও কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর। বিশ্বকাপে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। এ যাত্রায়ও ম্যাচ খেলতে পারেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। এবার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় ফরহাদ রেজা।