promotional_ad

নেতৃত্বটা খুব তাড়াতাড়ি চলে এসেছেঃ রশিদ খান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তান দলের তিন ফরম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে লেগ স্পিনার রশিদ খানকে। বিশ্বকাপে আফগানিস্তান দলের ব্যর্থতার পরই গুলবাদিন নাইবকে সরিয়ে তাঁকে এই দায়িত্ব তুলে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


মাত্র ২০ বছর বয়সে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর সম্প্রতি এই লেগ স্পিনার জানিয়েছেন, আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন তিনি। বিষয়টি তাঁকে মোটেও অবাক করেনি। তবে বেশ তাড়াতাড়ি এই দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে রশিদ খান বলেন, 'আমি মোটেও অবাক হইনি। কারণ, আমি তো এমনিতেই সহ-অধিনায়ক ছিলাম। এটার অর্থ হচ্ছে, আপনি হচ্ছেন পরবর্তী অধিনায়ক। মানসিকভাবেও আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম।


তবে, এটা ঠিক নেতৃত্বটা খুব তাড়াতাড়ি চলে এসেছে। তবে জাতীয় দল কিংবা দেশের প্রশ্ন যখন আসে, তখন আপনাকে যে কোনো দায়িত্ব পালন করার জন্য খুব বেশি প্রস্তুত থাকতে হবে। নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবো আমি দলকে নেতৃত্ব দেয়ার।’


অধিনায়ক হিসেবে রশিদ খানের অভিষেক হবে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে। এরপর জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন তিনি।  



এর আগে বিশ্বকাপে দলের ব্যর্থতা দেখে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন রশিদ। বিশ্বকাপের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চান এই লেগ স্পিনার। সাক্ষাতকারে তিনি আরও বলেন,


‘এখন থেকেই আমাদের সঠিক পদক্ষেপগুলো নিতে হবে। আমরা বিশ্বকাপে নিজেদের অবস্থা পর্যবেক্ষণ করেছি। প্রতিপক্ষগুলোকে দেখেছি। সেভাবেই এখন আমাদের এগিয়ে যেতে হবে এবং সামনের সিরিজগুলোর জন্য সেভাবেই প্রস্তুতি নেবো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball