ভারতের তিন স্কোয়াডে অনেক রদবদল

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন ফরম্যাটে আলাদা আলাদা দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পুরো সফরে বিশ্রামে থাকবেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষক হিসেবে তিন ফরম্যাটেই খেলবেন ঋষভ পান্ত।
ইংল্যান্ড বিশ্বকাপের মাঝপথে ইনজুরির কারণে ছিটকে যান ওপেনার শিখর ধাওয়ান। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তিনি। বিশ্বকাপে ইনজুরিতে পড়া আরেক ক্রিকেটার বিজয় শঙ্করকে কোনও ফরম্যাটে রাখা হয়নি।
লম্বা সময় পর সীমিত ওভারের ক্রিকেটে ফিরছেন মনিষ পাণ্ডে এবং শ্রেয়াস আইয়ার। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহকে। সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ পেসার নবদ্বীপ সাইনি। টেস্ট দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব।
৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্যারিবিয় দীপপুঞ্জে থাকবে বিরাট কোহলির দল। এই সফরে জেসন হোল্ডারের দলের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।
তিন ফরম্যাটে ভারতের স্কোয়াডঃ
টেস্ট স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হানুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক) ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব।
ওয়ানডে স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিষ পাণ্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নবদ্বীপ সাইনি।
টি-টোয়েন্টি স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিষ পাণ্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার ও নবদ্বীপ সাইনি।
