ঘরের মাঠেও ব্যর্থ সাব্বির-মিঠুনরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলের চার ক্রিকেটার নিজেদের ঝালাই করে নিতে অংশ নিয়েছিলেন আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে ম্যাচে। কিন্তু ম্যাচটিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন এবং সাব্বির রহমান।
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান। ২২ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেছেন ৩ এবং ২৮ বলে ১৫ রান করে সাজঘরে ফিরেছেন সাব্বির রহমান। মিঠুন এবং বিজয়ের উইকেট তুলে নেন করিম জানাত।
নাভিন উল হকের বলে ডারউইশ রাসুলির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাব্বির। এছাড়া ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ২৮ রান।
দলের পক্ষে এখন জুটি গড়ার চেষ্টায় আছেন তরুণ আফিফ হোসেন এবং ফরহাদ রেজা। আফিফ ৩০ এবং রেজা ১৪ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ এঃ ১৩৬/৬ (৩৫)