promotional_ad

আরেকটি সুপার ওভারের পক্ষে শচিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


গত রবিবার (১৪ জুলাই) লর্ডসে রুদ্ধশ্বাস ফাইনাল জিতে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয় নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। তাঁর মতে সুপার ওভারে টাই হলে আরেকটি সুপার ওভারের নিয়ম করা উচিত আইসিসির।  


নিউজিল্যান্ডের দেয়া ২৪২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৪১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে ১৫ রান তোলে ইয়ন মরগানের দল। 



promotional_ad

তখনও নাটকীয়তার অনেক বাকি। ১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫ রান করে কিউইরা। ফলাফল আবারও টাই। তবে এবার বাউন্ডারি সংখ্যার বিচারে জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। 


এখানেই আপত্তি রেকর্ডের বরপুত্র শচিনের। বাউন্ডারির হিসেব না করে আরেকটি সুপার ওভারের পক্ষে ভোট দিয়েছেন তিনি। শুধু বিশ্বকাপের ফাইনালেই নয়, প্রত্যেক ম্যাচের জন্যই এই নিয়ম করার দাবি করেছেন তিনি। 


শচিন বলেন, ‘আমার মনে হয় বিজয়ী বেছে নিতে কোন দল বেশি বাউন্ডারি মেরেছে, তার বদলে আরেকটি সুপার ওভার খেলা যেত। এটি শুধু বিশ্বকাপ ফাইনালে নয়, সব ম্যাচই গুরুত্বপূর্ণ। ফুটবলে যেমন খেলা যখন অতিরিক্ত সময়ে গড়ায়, তখন আর কোনো কিছুই গুরুত্ব পায় না।’



ফাইনাল দেখার পর দুই দলকেই সমানভাবে এগিয়ে রাখছেন লিটল মাস্টার। তাঁর ভাষায়, ‘অসাধারণ ও উত্তেজনাকর এক ফাইনাল দেখেছি আমরা। এমন ফাইনাল বিশ্বকাপে দেখা যায়নি। দুই দলই দারুণ পারফরমেন্স করেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball