আন্ডারডগ তকমাতেই উইলিয়ামসনের আনন্দ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আছে নিউজিল্যান্ড। আন্ডারডগ তকমা নিয়ে এই আসরে অংশ নেয়া দলটি নিজেদের সেরা খেলাটা দিয়েই টুর্নামেন্টের শেষ পর্যন্ত এসেছে। যেকারণে ফাইনালের আগে এই আন্ডারডগ তকমা মাথায় নিয়ে মাঠে নামতে সমস্যা নেই কিউই দলপতি কেন উইলিয়ামসনের।
টুর্নামেন্টের শুরুতে ধারাবাহিকতা বজায় রাখলেও আসরের মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে গত আসরের রানার্স আপরা। তবে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার পর এবার আর সুযোগ হাতছাড়া করতে চায় না ব্ল্যাক ক্যাপ্সরা।

সেই কাজটা করা যে সহজ হবে না সেটা ভালোভাবেই জানেন অধিনায়ক উইলিয়ামসন। পুরো টুর্নামেন্টে কিউইদের একাই টেনে নিয়ে আসা এই ব্যাটসম্যান জানিয়েছেন ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডই ফেভারিট। যে কারণে তাদের বিপক্ষে আন্ডারডগ তকমা নিয়েই মাঠে নামতে আনন্দিত কিউইরা।
উইলিয়ামসন বলেন, 'টুর্নামেন্টের শুরু থেকেই আন্ডারডগ হিসেবে অনেকেই নিউজিল্যান্ডকে দেখছে। আসলে এটা আমাদের জন্যই ভালো। ইংল্যান্ড ফেভারিট মর্যাদা পাওয়ার দাবি রাখে। টুর্নামেন্টের শুরু থেকেই তারা ফেভারিট ছিল। পুরো টুর্নামেন্টে খেলেছেও ভালো।
'কিন্তু আমরা যেমন ডগই হই না কেন, গুরুত্বপূর্ণ হলো নিজেদের খেলার দিকে ফোকাস করা। কিন্তু আমরা জানি কোনও দলকে হারাতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা অনেকদিন ধরেই দেখছি, যে কেউ যে কাউকে হারাতে পারে তা ডগের ধরন যেমনই হোক (হাসি)।’
রবিবার বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।