promotional_ad

সাকিবের বিকল্প খুঁজছে বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন শ্রীলঙ্কা সফরে সাকিব আল হাসানের বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। টানা ক্রিকেটের মধ্যে থাকা সাকিব সম্প্রতি বোর্ডের কাছে ছুটি চেয়ে আবেদন করেছেন। 


সাকিবের ছুটির ব্যাপারে অবশ্য এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি বিসিবি। তবে তাঁকে সফরটিতে পাওয়া যাবে না ধরে নিয়েই বিকল্প চিন্তা করছে বিসিবি। বাশার বলেছেন, ‘লিটনের ব্যাপারটি আমরা জানি যে সে ছুটি নিয়েছে। সাকিব আগেই ছুটি চেয়েছিল। তবে সেটা এখনও নিশ্চিত হয়নি। আমরা নিশ্চিত নই যে এই সফরে সে পারবে কি না। ওকে অপশন হিসেবে রেখে দিয়েছি আমরা।’



promotional_ad

ছুটির আবেদন করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসও। সাকিবের ছুটি নিশ্চিত না হলেও লিটনকে নিশ্চয়তা দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা সফরে সাকিবের পাশাপাশি বিসিবি লিটনেরও বিকল্প ভাবছে বলে জানিয়েছেন বাশার। 


তিনি বলেন, ‘তাদের যদি আমরা না পাই তাহলে বিকল্প কাকে নেয়া যায়, সেটি নিয়ে আলোচনা করেছি। লিটন ছুটি চেয়েছে কারণ সে বিয়ে করছে। আমাদেরকে দুটো অপশনই রাখতে বলা হয়েছে। আমরা সেভাবেই চিন্তা ভাবনা করেছি। এখনও ফাইনাল রিপোর্ট আমরা পাইনি।'


এর আগে সাকিবের ছুটি চাওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, বিশ্রাম চলাকালীন পবিত্র হজ পালন করবেন সাকিব। নান্নু বলেছিলেন, ‘টানা ক্রিকেট খেলে সাকিব ক্লান্ত। এ কারণেই হয়তো সে বিশ্রামের জন্য আবেদন করেছে। আমি যতদূর জানি এই বিশ্রামের সময়টুকুতে ও হজ পালন করবে।’ 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball