আফগানদের বিপক্ষে ইমরুল-বিজয়দের ফেরার মিশন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। আগামীকাল (১২ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি।
দুটি চারদিনের ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে আফগান 'এ' দলের বিপক্ষে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল ইমরুল কায়েসের দল। বাংলাদেশ 'এ' দলের দেয়া ১৭২ রানের লক্ষ্যে শেষ দিনের এক সেশন হাতে রেখেই জিতে যায় সফরকারী দল।

আত্মবিশ্বাসের চূড়ায় থেকেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আফগান 'এ' দল। সিরিজ সমতায় আনতে ঘুরে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশ 'এ' দলকে, এমন লক্ষ্য নিয়ে খেলতে হবে তাদের।
গত ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ১২১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাকি ব্যাটসম্যানদের মতো বিজয়ের ব্যাটেও বড় ইনিংস পায়নি বাংলাদেশ 'এ' দল।
এছাড়া অধিনায়ক ইমরুলের ব্যাটও হাসেনি গত ম্যাচে। রান করতে ব্যর্থ হয়েছেন দলের বাকি ব্যাটসম্যানরাও। তাই এই ম্যাচে ব্যাটসম্যানদের পারফর্ম করা জরুরি বাংলাদেশ 'এ' দলের।
আফগানিস্তান 'এ' দলের বিধ্বংসী বোলারদের দেখে খেলতে হবে স্বাগতিক ব্যাটসম্যানদের। বিশেষ করে লেগ স্পিনার কায়েস আহমেদকে। গত ম্যাচে কায়েস আহমেদ একাই স্বাগতিকদের ১০ উইকেট নিয়েছেন। যেখানে দ্বিতীয় ইনিংসে সাত উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার।
বাংলাদেশ 'এ' দলের স্কোয়াডঃ ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, জাকির হাসান, আফিফ হোসেন, রকিবুল হাসান, তানবীর হায়দার, জাকির আলী অনিক, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বী, ইফরান হোসেন, সানজামুল ইসলাম, সুমন খান, তানভীর ইসলাম।