promotional_ad

রিজার্ভ ডে‘র আগের রাতে ঘুম হয়নি টেলরের!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটি রিজার্ভ ডে'তে গড়ায়। ৪৬.১ ওভার থেকে নতুন দিন শুরু করেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। ম্যাচ পরের দিন গড়ানোর কারণে আগের রাতে ঘুমাতে পারেননি তিনি।


বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন টেলর নিজেই। ম্যানচেষ্টারে মঙ্গলবার ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে পাঁচ উইকেটে ২১১ রান তোলে নিউজ???ল্যান্ড। এরপর বৃষ্টির বাঁধায় আর একটি বলও মাঠে গড়াতে পারেনি।



promotional_ad

৬৭ রানে অপরাজিত ছিলেন টেলর। বাকি ২৩ বলে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিতেই চিন্তিত ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।  


'আমি রাত তিনটায় উঠে গিয়েছি। তখনও আমার চিন্তা হচ্ছিল যে শেষ ২৩ টি বল আমি কিভাবে খেলব। পাঁচটায় আমি আমার বউকে বার্তা পাঠাই, 'ঘুম আসছে না লিখে।' আমার বউ অবাক হয়!


আমার বাসা থেকে অনেক বার্তা আসতে থাকে ফোনে। তাই আমি ফোনও বন্ধ করে দেই। যদি জিগ্যেস করেন ঘুম কেমন হয়েছে। তাহলে বলব, ঘুমাতেই পারিনি।' বলেছেন টেলর।



বুধবার দিন শেষ পর্যন্ত ২৩৯ রানে থেমেছে নিউজিল্যান্ড। শক্তিশালী ভারতকে তাঁরা হারিয়েছে ১৮ রানে। দলের সবাই ২৫০ রান আশা করলেও টেলরের লক্ষ্য ছিল অন্তত ২৪০ রান এনে দেওয়া।


অভিজ্ঞ এই ব্যাটসম্যান আরও বলেন, 'সবাই ২৫০ রান করতে বলেছিল। কিন্তু আমি ভাবছিলাম ২৪০ রানের কথা। কেন এবং আমি আগের রাতে আলোচনা করেছিলাম এটা নিয়ে। এখন আমি ঘুমাতে যেতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball