ইনজামামকে ছেড়ে দিচ্ছে পিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি পাকিস্তান। পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে দলটি। বিশ্বকাপে ব্যর্থ হওয়ার কারণে প্রধান নির্বাচক ইনজামাম উল হকের সঙ্গে প্রধান নির্বাচকের চুক্তি নবায়ন করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সূত্র থেকে জানা গিয়েছে, আরও একবছর পাকিস্তান দলের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ইনজামাম। কিন্তু দেশটির ক্রিকেট বোর্ড চাইছে নতুন কমিটি গঠন করতে।

২০১৬ সাল থেকে পাকিস্তান দলের প্রধাণ নির্বাচকের পদে কাজ করে আসছেন দেশটির হয়ে ১২০টি টেস্ট খেলা সাবেক অধিনায়ক। পিটিআইয়ের এক সূত্র জানায়,
'বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। যেকারণে প্রধাণ নির্বাচক ইনজামাম উল হকের সঙ্গে চুক্তি নবায়ন করছে না পিসিবি।'
এদিকে ইনজামামের জায়গায় এই পদে দায়িত্ব দেয়া হতে পারে সাবেক টেস্ট ওপেনার মোহসিন খানকে। যিনি এর আগে পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইংল্যান্ড বিশ্বকাপে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। আসরে পাঁচটি ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত নেট রানরেটের কারণে সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি দলটি।