promotional_ad

প্রতিশোধের ইচ্ছায় অস্ট্রেলিয়াকে ফাইনালে চান বোল্ট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ড। সেই পরাজয়ের প্রতিশোধ এবারের বিশ্বকাপে নিতে চান কিউই পেস তারকা ট্রেন্ট বোল্ট। আর সেই কা??ণে অস্ট্রেলিয়াকে ফাইনালে প্রত্যাশা করছেন তিনি। 


ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ১৮ রানে জেতার পর এমনটাই জানিয়েছেন বোল্ট। ২৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার বলেছেন, '২০১৫ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া আমাদের উড়িয়ে দিয়েছিল, তাই তাদের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলা দারুণ হবে।' 



promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি দলের লড়াই দেখার জন্য অধীর প্রতীক্ষাতে আছেন বোল্ট। তাঁর ভাষ্যমতে, 'তবে হ্যা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দুটি কোয়ালিটি সম্পন্ন দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আমরা এই ম্যাচটি আগ্রহ সহকারে দেখবো।'


ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে আগামী ১৪ জুলাই ফাইনালে মাঠে নামবে নিউজিল্যান্ড। ঐতিহাসিক এই স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল খেলা অনেক বড় প্রাপ্তির বলে বিশ্বাস কিউই পেসার বোল্টের। তিনি বলেছেন, 'আমরা অনেক বেশি রোমাঞ্চিত লর্ডসে বিশ্বকাপ ফাইনালে খেলার কথা ভেবে। আমার মতে এর থেকে ভালো কিছু আর হতে পারে না।  


ভারতের বিপক্ষে গত ম্যাচ নিয়েও কথা বলেছেন বোল্ট। ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ২৪০ রানের জবাবে খেলতে নেমে যখন ৯২ রানে ৬ উইকেট হারায় ভারত, তখন রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির ১১৬ রানের জুটিতে জয়ের আশা জাগিয়ে তোলে বিরাট কোহলির দল। 



দলীয় ২০৮ রানের মাথায় জাদেজার একটি ক্যাচ দারুণভাবে লুফে নিয়ে জুটি ভাঙ্গেন কেন উইলিয়ামসন। এরপর ২১৬ রানের সময় মার্টিন গাপটিলের সরাসরি থ্রোতে রান আউটের শিকার হন ধোনি। এরপর পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ভারতের জন্য। 


বোল্ট বলেছেন,  'অবশ্যই তারা (ভারত) আমাদের ওপর চাপ সৃষ্টি করেছিল। ধোনি এবং জাদেজা যেকোনো কিছু করতে পারতো ক্রিজে থাকলে। খেলাটি অনেক ক্লোজ হয়েছে তবে শেষ পর্যন্ত আমাদের পক্ষে গেছে। জাদেজার সেই ক্যাচটি এবং গাপটিলের সেভাবে রান আউট করা দারুণ ছিল। এটি আমাদের জন্য অনেক বড় উইকেট ছিল নিশ্চিতভাবেই।'  
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball