promotional_ad

ম্যাচ শেষ করার সামর্থ্য হারিয়েছে ধোনিঃ আগারকার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহেন্দ্র সিং ধোনির ম্যাচ শেষ করে আসার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক পেস তারকা অজিত আগারকার। তাঁর মতে ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয় ছিনিয়ে আনার সামর্থ্য আগের মতো নেই ধোনির। 


নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ রানে পরাজিত হয়েছে শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে গেছে ভারতের। কিউইদের ছুঁড়ে দেয়া ২৪০ রানের জবাবে খেলতে নেমে যখন মাত্র ৯২ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বসে ভারত তখনই রবীন্দ্র জাদেজা এবং ধোনি ১১৬ রানের জুটি গড়ে জয়ের আশা জাগিয়ে তোলেন। 



promotional_ad

২০৮ রানের সময় জাদেজা ট্রেন্ট বোল্টের শিকার হয়ে ফিরলে শেষ ভরসা ছিল ধোনির ওপর। ফিনিশার হিসেবে বিশ্বকাপের মঞ্চে নিজেকে আরো একবার পরিচিত করার সুযোগ ছিল তাঁর। কিন্তু দুর্ভাগ্যক্রমে ২১৬ রানের মাথায় মার্টিন গাপটিলের একটি থ্রোতে রান আউটের শিকার হয়ে ফিরতে হয় তাঁকে। 


ধোনির বিদায়ে এরপর আর খুব বেশিদূর এগোতে পারেনি ভারত। অলআউট হয়েছে ২২১ রানে। দলের কঠিন সময়ে হাল ধরেও জয় এনে দিতে ব্যর্থ হওয়ায় তাই ধোনির সমালোচনা করেছেন আগারকার। 


তিনি বলেছেন, 'আমি মনে করি ইনিংসের শুরুর দিকের ভারতের একটি জুটি দরকার ছিল। সে সময় ব্যাটসম্যানরা আশা যাওয়ার মধ্যে ছিল এবং জাদেজা ক্রিজে এসে তাঁর স্বভাবসিদ্ধ ব্যাটিং করেছে। এম এস ধোনি শুধু ম্যাচটি সামনে নিয়ে গেছে, আমি জানি তাঁর মধ্যে আত্মবিশ্বাস আছে তবে একই সঙ্গে তাঁর ম্যাচ শেষ করে আসার সামর্থ্য নিয়ে আমি নিশ্চিত নই। সে এর আগে অনেক ম্যাচ শেষ করে এসেছে তবে এই মুহূর্তে তাঁকে সংগ্রাম করতে হচ্ছে।' 



একটা সময় ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হিসেবে সুখ্যাতি ছিল মহেন্দ্র সিং ধোনির। অনেক ম্যাচ আছে যেখানে অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন ধোনি এবং দলকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। কিন্তু কালের পরিক্রমায় সেই ধোনিই  এখন সমালোচনার শিকার হচ্ছেন।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball