promotional_ad

হেরে গেলেন ইমরুল-বিজয়রা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কায়েস আহমেদের বিধ্বংসী বোলিংয়ের পর ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সাত উইকেটের জয় তুলে নিয়েছে আফগানিস্তান 'এ' দল। বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্য শেষ দিনের দ্বিতীয় সেশনেই তাড়া করে ফেলে আফগানরা। দুই ম্যাচের সিরিজটি ১-০ তে এগিয়ে গেছে আফগানিস্তান।


আফগানদের হয়ে অসাধারণ ব্যাটিংশৈলী দেখিয়ে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ওপেনার ইব্রাহিম। তাঁকে দারুণ সঙ্গ দিয়ে ৫৯ রানের ইনিংস খেলেছেন পাঁচে নামা ব্যাটসম্যান নাসির জামাল। ইনিংসের শুরুতেই আফগান শিবিরে হানা দিতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। ওপেনার উসমান ঘনিকে মাত্র দুই রান তুলতেই সাজঘরে ফেরত পাঠান সালাউদ্দিন শাকিল।


ইব্রাহিম এবং বাহির মাহবুব ব্যাট হাতে প্রতিরোধ গড়েন। দুইজনে দলকে এনে দেন ৪১ রানের জুটি। উইকেটের খোঁজে থাকা বাংলাদেশকে আবারো উইকেট উপহার দেন শাকিল। ২০ রান করা বাহিরকে সাজঘরের পথ দেখান তিনি। চারে নামা ব্যাটসম্যান শাহিদ কামালকে ১৫ রানেই ফেরত পাঠান স্পিনার সানজামুল ইসলাম।


এরপর আর কোন উইকেট তুলে নিতে পারেননি স্বাগতিক দলের বোলাররা। ইব্রাহিম এবং নাসিরে ১০২ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী আফগানিস্তান। বাংলাদেশ 'এ' দলের হয়ে শাকিল দুটি এবং সানজামুল একটি উইকেট নিতে সক্ষম হয়েছেন।


চতুর্থ দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তৃতীয় দিন ১৭০ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশ শেষ দিন এসে পাঁচ রান যোগ করতেই অলআউট হয়ে যায়। ১৭৫ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছেন লেগ স্পিনার কায়েস আহমেদ।


বাংলাদেশের একাই ৭ উইকেট তুলে নিয়েছেন কায়েস। একটি করে উইকেট নিয়েছেন ইয়ামিন, নাভিনুল, শারাফুদ্দিন। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন আফিফ হোসেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৪১ রান, অধিনায়ক ইমরুল খেলেছেন ৩৪ রানের ইনিংস।



promotional_ad

প্রথম চারদিনের ম্যাচটিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল আফগানিস্তান। ব্যাটিং নেমে এনামুল হক বিজয়ের অপরাজিত ১২১ রানের ইনিংসে ২৫৩ রানের সংগ্রহ পেয়েছিল স্বাগতিকরা।


এছাড়া আফিফ হোসেন ৫০ রানের ইনিংস খেলেছেন। প্রথম ইনিংসে নাঈম শেখের ব্যাট থেকে ৪৯ রান পেয়েছে বাংলাদেশ। আফগানদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ইয়ামিন এবং কায়েস। দুটি উইকেট পেয়েছেন নাভিনুল এবং একটি উইকেট পেয়েছেন শারাফুদ্দিন।


নিজেদের প্রথম ইনিংসে আফগানরা দুর্দান্ত ব্যাটিং করে ২৫৭ রান সংগ্রহ করেছে। কায়েস সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন। তবে ব্যাট হাতে দলের সব ব্যাটসম্যানরাই অবদান রেখেছেন। বাংলাদেশের হয়ে সেই ইনিংসে তিনটি করে উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম, তানভির হায়দার এবং কামরুল ইসলাম রাব্বি। একটি উইকেট এসেছে শাকিলের বোলিংয়ে। 


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশ 'এ' দল (প্রথম ইনিংস): ২৫৩/১০  (৭৮.৩ ওভার)


(বিজয় ১২১*, আফিফ ৫০; ইয়ামিন ৩/৫৭, কায়েস ৩/৮০)


আফগানিস্তান 'এ' দল (প্রথম ইনিংস): ১৩৫/৫ (৪১ ওভার)



(কায়েস ৪৬*, আফসার ৪৫; তানবির ৩/৩১, রাব্বি ৩/৪৭)


বাংলাদেশ 'এ' দল (দ্বিতীয় ইনিংস): ১৭৫, অলআউট (৫৮.৪ ওভার)


(আফিফ ৪১, ইমরুল ৩৪; কায়েস ৭/৬৫, ইয়ামিন ১/১৮)


আফগানিস্তান 'এ' দল (দ্বিতীয় ইনিংস): ১৭৩/৩, (৫৮.২ ওভার)


(ইব্রাহিম ৭৬*, নাসির ৬৯*; শাকিল ২/২৬, সানজামুল ১/৫১)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball