promotional_ad

রোহিতের রেকর্ডময় সেঞ্চুরিতে ভারতের বড় জয়

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে খেলতে নেমে ৯৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন রোহিত। যেখানে তিনি ২টি ছয় এবং ১৪টি চার হাঁকিয়েছেন।


রোহিতের এই ইনিংসে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। হেডিংলিতে বিশ্বকাপের শেষটা জয় দিয়ে রাঙ্গিয়ে রাখতে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ভারতের ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে ভাগ্যের শিকে ছেঁড়েনি দিমুথ করুনারত্নের দলের।


শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২৬৫ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৯ বল হাতে রেখেই টপকে যায় বিরাট কোহলির ভারত। রোহিত ছাড়াও সেঞ্চুরি হাঁকিয়েছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। ১১৮ বলে ১১১ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। একটি ছয় এবং ১১টি চার মেরেছেন এই ডানহাতি।



promotional_ad

অপরদিকে অধিনায়ক বিরাট কোহলি ইনিংসের শেষ পর্যন্ত ৩০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। লঙ্কানদের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন লাসিথ মালিঙ্গা, কাসুন রাজিথা এবং ইসুরু উদানা।  


এর আগে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে। এরপর ব্যাটিং করতে নেমে মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রানের পুঁজি পায় লঙ্কানরা।


ম্যাথিউস ১২৮ বলে ২টি ছয় এবং ১০টি চারের সাহায্যে ১১৩ রান করেন। ম্যাথিউস ছাড়াও ৫৩ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। আর ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত ছিলেন ২৯ রানে।


ভারতের বোলারদের মধ্যে বেশ সফল ছিলেন পেস তারকা জাসপ্রিত বুমরাহ। ১০ ওভারে ৩৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট। 



সংক্ষিপ্ত স্কোরঃ 


শ্রীলঙ্কাঃ ২৬৪/৭ (ম্যাথিউস- ১১৩, থিরিমান্নে-৫৩; বুমরাহ-৩/৩৭, জাদেযা-১/৪০) 


ভারতঃ ২৬৫/৩ (রোহিত-১০৩,  রাহুল-১১১; রাজিথা-১/৪৭, উদানা-১/৫০)   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball