সেঞ্চুরি হাঁকিয়েছেন বিজয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে প্রথম দিন শেষে ৪ উইকেটে ১১৯ রান স্কোরবোর্ডে তুলেছিল বাংলাদেশ 'এ' দল। ৫৩ রান নিয়ে দিন শেষ করেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়। তাঁর সঙ্গে ৭ রান নিয়ে ব্যাটিং করছিলেন অলরাউন্ডার আফিফ হোসেন
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বিজয়। বর্তমানে ১০৩ রানে অপরাজিত আছেন এই ব্যাটসম্যান।

৭ রান নিয়ে দিন শুরু করা আরেক ব্যাটসম্যান আফিফ ৫০ রান করে সাজঘরে ফিরে গিয়েছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৬৭ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলঃ ২৬৭/৭ (৬৭ ওভার)
(বিজয় ১০৩*, আফিফ ৫০)