promotional_ad

মার্শের বদলী হ্যান্ডসকম্ব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডান হাতে গুরুতর চোট পাওয়ায় চলমান বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান শন মার্শকে। তাঁর বদলী হিসেবে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। এরই মধ্যে নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।


ম্যানচেস্টারে বৃহস্পতিবার (৪ঠা জুলাই) নেটে ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বলে আহত হন মার্শ। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে তাঁর ডান হাতে চিড় ধরেছে এবং অস্ত্রোপচার আবশ্যক। ফলে বাকি টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তাঁর।



promotional_ad

মার্শের ইনজুরি প্রসঙ্গে ল্যাঙ্গার বলেছেন, 'শন মার্শের হাতে চোট লাগায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে তাঁর। টুর্নামেন্ট জুড়ে তার গতি, পেশাদারিত্ব ও খেলার ধরণ অসাধারণ ছিল। এই অবস্থায় তার পরিবর্তে বিশ্বকাপের ১৫ সদস্যের  দলে আমরা পিটার হ্যান্ডসকম্বকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।'  


এদিকে শুধু মার্শের পাশাপাশি চোট পেয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও। ব্যাটিং অনুশীলনের সময়য় মিচেল স্টার্কের বলে ডান হাতে চোট পেয়েছেন তিনিও। তবে তাঁর স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে তাঁর চোট গুরুতর নয়। তাই শনিবার (৬ই জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন তিনি। 


ল্যাঙ্গার বলেছেন, 'নেটে অনুশীলনের সময় ডান হাতে চোট পাওয়ার পর গ্লেন ম্যাক্সওয়েলেরও স্ক্যান করানো হয়েছে। স্ক্যান রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি গ্লেনের গুরুতর কিছু হয়নি এবং আমরা তাঁকে আগামী দিনগুলোতে পর্যবেক্ষণে রাখবো। আমরা আশা করছি শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে সে ফিট হয়ে উঠবে।' 



উল্লেখ্য চলমান বিশ্বকাপে ৮ ম্যাচে ৭ জয় নিয়ে এরই মধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। শনিবার নিয়ম রক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball