বিশ্বকাপে পদচিহ্ন রেখে যাচ্ছে বাংলাদেশঃ জহির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। দলটির পারফর্মেন্সে অবাক ক্রিকেট বিশ্ব। ভারতের সাবেক পেসার জহির খান তো বলেই দিয়েছেন, বাংলাদেশের কাছে এমন অসাধারণ পারফর্মেন্স কেউই প্রত্যাশা করেনি। নজরকাড়া পারফর্মেন্স দেখিয়ে বিশ্বকাপে পদচিহ্ন রেখে যাচ্ছে বাংলাদেশ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে মাশরাফিবাহিনী। প্রোটিয়াদের ২১ রানের সেই পরাজয়ে বাকি দলগুলো হুমকি হিসেবে নিয়েছে বাংলাদেশকে।
স্বাগতিক ইংল্যান্ড ছাড়া বিশ্বকাপে প্রতিটি দলের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে সহজ জয় তুলে নিতে দেয়নি সাকিব-মুশফিকরা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে মাশরাফির দল।

ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকেও ছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে হার বাংলাদেশের স্বপ্ন ভেঙে দিলেও বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ, মনে করেছেন জহির খান।
'বাংলাদেশ ভালো বিশ্বকাপ কাটিয়েছে। কেউ প্রত্যাশা করেনি ওরা এত ভালো করবে। তবে ওরা চিহ্ন রেখে যাচ্ছে এই টুর্নামেন্টে।' একটি ভিডিওতে বলেছেন জহির খান।
দলে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকাতেই এতো দারুণ পারফর্মেন্স দেখাতে পেরেছে বাংলাদেশ। সাকিব তো বাংলাদেশের হয়ে একাই লরেছেন এবারের বিশ্বকাপে।
বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের হয়ে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার। বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। 'দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকার কারণেই এটা হচ্ছে। মাশরাফি অধিনায়ক হিসেবে রাস্তা দেখাচ্ছে দলটিকে।
'সাকিব অসাধারণ খেলেছে। এসবই তো আপনি চাইবেন। আমরা দেখেছি দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকার সুবিধা। যারা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে নিজেদের ক্যারিয়ারে এবং সবটাই দেখা হয়েছে যাদের, তাঁরাই শেষ পর্যন্ত ভালো করে। সেরা উদাহরণ হচ্ছে বাংলাদেশ।' বলেছেন জহির খান।