শূন্য হাতে বাড়ি ফিরছে আফগানিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপটা খুব দ্রুত স্মৃতি থেকে মুছে দিতে চাইবে আফগানিস্তান ক্রিকেট দল। আসর শুরুর ঠিক একমাস আগে অধিনায়ক আজগার আফগানকে সরিয়ে গুলবাদিন নাইবকে দায়িত্ব তুলে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়কের অধীনে বিশ্বকাপে অংশ নিয়ে কোন ম্যাচ না জিতেই দেশে ফিরতে হলো তাঁদের। টানা ৮ ম্যাচ হেরে শেষটা ইতিবাচক ভাবে শেষ করতে চেয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশটি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ম্যাচে ২৩ রানে হেরে কোন ম্যাচ না জিতেই আসর শেষ করল গুলবাদিন নাইবের দল।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান দলপতি জেসন হোল্ডার। প্রথমে ব্যাট করে এভিন লুইস, নিকোলাস পুরান এবং শাই হোপের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১১ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। আফগানদের পক্ষে দওলাত জাদরান নেন ২টি উইকেট।
৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। দলীয় ৫ রানেই অধিনায়ক গুলবাদিন নাইবকে হারিয়ে বসে দলটি। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ইকরাম আলি খিল এবং রহমত শাহ।

এই জুটিতে ১৩৩ রান যোগ করার পাশাপাশি দুজনই তুলে নেন ফিফটি। রহমত শাহ ৬২ করে কার্লোস ব্রাথওয়েটের বলে ফিরলেও রানের চাকা সচল রাখেন খিল। নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনি।
কিন্তু ব্যক্তিগত ৮৬ রানে ক্রিস গেইলের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি। খানিকপর নাজিবুল্লাহও ফিরে যান ৩১ রানে। মোহাম্মদ নবি-সামিউল্লাহ শিনওয়ারিরা এরপর দ্রুত বিদায় নিলে আফগানদের জন্য ম্যাচে ফেরা কঠিন হয়ে দাড়ায়।
তারপরও একপ্রান্তে একাই লড়াই চালিয়ে গেছেন সাবেক অধিনায়ক আজগর আফগান। কিন্তু ৪০ রান করে ব্রাথওয়েটের বলে তিনি বিদায় নিলে তাঁদের হার শুধু সময়ের ব্যাপার হয়ে দাড়ায় মাত্র।
নীচের সারির ব্যাটসম্যানরা উইকেটে বেশীক্ষণ টিকতে পারেননি। ক্যারিবিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ২৮৮ রানে গুটিয়ে যায় গুলবাদিন নাইবের দল। ক্যারিবিয়ানদের পক্ষে কার্লোস ব্রাথওয়েট নেন ৬৩ রান দিয়ে ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ৩১১/৬ (৫০ ওভার) (শাই হোপ ৭৭) (দাওলাত জাদরান ২/৭৩)
আফগানিস্তানঃ ২৮৮ অল আউট (৫০ ওভার) (ইকরাম আলি ৮৬) (ব্রাথওয়েট ৪/৬৩)