promotional_ad

নিয়ম রক্ষার ম্যাচ বলে কিছু নেইঃ রোডস

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিকে নিয়ম রক্ষার বলে মনে করছেন না বাংলাদেশ কোচ স্টিভ রোডস। তাঁর বিশ্বাস শুক্রবার দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও হতাশা নিয়ে থাকতে চান না রোডস। 


বাংলাদেশের পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন করার লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন তিনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই ইংলিশ কোচ বলেছেন, 'লর্ডসে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি দারুণ হবে, এখানে নিয়ম রক্ষার ম্যাচ বলে কিছু নেই। দুই দলই একে অপরকে হারাতে মরিয়া। আমি নিশ্চিত তারাও জিততে চাইবে। আমরা অবশ্যই জিততে চাই। আমরা আজকে ভালোভাবে অনুশীলন করেছি। আমরা কিছু ভালো পরিকল্পনা সাজিয়েছি।'



promotional_ad

ঐতিহাসিক লর্ডসে পাকিস্তানকে হারানোর প্রত্যয় ব্যক্ত করে রোডস আরও বলেছেন, 'আমরা যখন ভারতের বিপক্ষে হেরেছি, আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। তবে আমরা সকলেই জানি যে আমাদের আরো একটি ম্যাচ বাকি আছে এবং সেটি লর্ডসের স্পেশাল মাঠে এবং খুব ভালো একটি দলের সঙ্গে, যাদের হারানো কঠিন। তাই আমরা যদি বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে পারি, তাহলে ছেলেদের নিয়ে আমরা অনেক বেশি গর্বিত হবো।' 


বিশ্বকাপের ম্যাচ বলেই বেশি গুরুত্ব দিচ্ছেন রোডস। শেষটা রাঙিয়ে রাখতে প্রত্যেক ক্রিকেটারই মাঠে নামবেন মরিয়া হয়ে বলে মনে করছেন তিনি। যে কারণে পাকিস্তানকে সহ??ভাবে নিতে চাইছেন না রোডস।  


বাংলাদেশ কোচ বলেছেন, 'ক্রিকেট কীভাবে খেলতে হবে এবং কোনটা জিততে হবে তা আমি জানি। আমি অবশ্যই জানি যে খেলোয়াড়রা জয়ের জন্য মরিয়া থাকবে এবং এখানে কোনো কিছুই সহজভাবে নেয়ার নেই। এটি একটি আন্তর্জাতিক ম্যাচ, একটি ওয়ানডে, একটি বিশ্বকাপ ম্যাচ শক্তিশালী এক প্রতিপক্ষের বিপক্ষে এবং বাংলাদেশ তাঁদের সেরাটা দিয়ে জিততে চায়।'   




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball