ইনজুরি কাটিয়ে ফিরেছেন লুইস

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের একাদশে ফিরেছেন দলের ওপেনার এভিন লুইস। তাঁর মতো ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার কেমার রোচ।
এই দুজন ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন সুনিল অ্যামব্রিস এবং শ্যানন গ্যাব্রিয়েল। আফগানিস্তান একাদশে ফিরেছেন দওলত জাদরান। এছাড়া অভিষেক হচ্ছে সাইদ সিরজাদের।

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
ওয়েস্ট ইন্ডিজঃ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটর রক্ষক), শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কার্লোস ব্র্যাথওয়েট, ফাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, ওশানে থমাস ও কেমার রোচ।
আফগানিস্তানঃ গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলি খিল (উইকেট রক্ষক), আসগর আফগান, মোহাম্মদ নবি, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মুজিব উর রহমান, দওলত জাদরান ও সাইদ শিরজাদ।