আরেকটি পরীক্ষার সামনে পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার বিশ্বকাপের ৩৬তম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং আফগানিস্তান। লিডসের হেডিংলিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি।
বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের। ৭ ম্যাচের সবকটিতে হার মানা আফগানরা পয়েন্ট টেবিলের তলানিতে আছে। তবে পাকিস্তান এখনও টিকে আছে। সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচে জিততেই হবে তাদের।
এই ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্য পাকিস্তানই এগিয়ে। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকা নিশ্চিত করেছে তারা। সেই ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বাবর আজম।
আফগানদের বিপক্ষেও বাবরের ব্যাটের দিকে চেয়ে থাকবে পাকিস্তান। এ ছাড়া বল হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভারে ২৮ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

এই ম্যাচেও নিজের সামর্থ্যের জানান দিতে চাইবেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় পাকিস্তান। তাই শনিবার অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা আছে তাদের।
আফগানিস্তানের একাদশেও পরিবর্তন আসার তেমন সম্ভাবনা নেই। নিজেদের শেষ দুই ম্যাচে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা হয়তো করতে চাইবে না আফগান টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৬২ রানে হার মানে আফগানিস্তান।
সেই ম্যাচে বল হাতে ভালো করেছিলেন অফ স্পিনার মুজিব উর রহমান। ১০ ওভারে ৩৯ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। পাকিস্তানের বিপক্ষে আবারও জ্বলে ওঠার অপেক্ষায় থাকবেন ১৮ বছর বয়সী এই অফ স্পিনার।
পাকিস্তান একাদশ (সম্ভাব্য)-
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদি।
আফগানিস্তান একাদশ (সম্ভাব্য)-
গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, সামিউল্লাহ শিনওয়ারি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, দৌলত জাদরান ও মুজিব উর রহমান।