ছোট লক্ষ্যও প্রতিরোধ করতে সক্ষম আমরাঃ কুলদীপ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ছোট পুঁজি নিয়েও জয় ছিনিয়ে আনতে সক্ষম ভারত, এমনই বিশ্বাস দলটির চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের। আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের পুঁজি নিয়েও ১১ রানের জয় পেয়েছে বিরাট কোহলির দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ম্যাচেও খুব বেশি বড় সংগ্রহ ছিল না ভারতের। ক্যারিবিয়ানদের ২৬৯ রানের লক্ষ্য দিয়েও ম্যাচটি ১২৫ রানের বড় ব্যবধানে জিতে নেয় তারা। নিজেদের সামর্থ্য নিয়ে তাই যথেষ্ট আত্মবিশ্বাসী কুলদীপ।

কুলদীপ বলেছেন, 'আমরা শুধু টিম কম্বিনেশনের প্রতি গুরুত্ব দিচ্ছি। আমরা বোলিং আক্রমণের দিক থেকে আসলেই ভালো করছি এবং এটি গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে আমরা ২২৫ রান প্রতিরোধ করেছি এবং দেখিয়েছি যে আমরা এই ধরণের রানও প্রতিরোধ করতে পারি।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রানে ৫ উইকেট হারায় ভারত। এরপর মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পান্ডিয়ার ৭০ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর পায় কোহলিবাহিনী। পরবর্তীতে বোলিংয়ে নেমে ১৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার মোহাম্মদ শামি।
দলগত এই পারফর্মেন্সের প্রশংসা করে কুলদীপ বলেছেন, 'আমরা আসলেই ভালো খেলেছি। একটা সময় আমাদের লক্ষ্য ছিল ২৫০ রান এবং এরপরে মহেন্দ্র ও হার্দিক আমাদের একটি ভালো পুঁজি এনে দিয়েছে। ২৭০ রান এই উইকেটে ভালো পুঁজি।
ইনিংসের পরের দিকে বল স্পিন করছিলো কিছুটা এবং সেটাই আমাদের মোমেন্টাম এনে দিয়েছিলো। শামি দ্রুত দুটি উইকেট পেয়েছিলো, যা আমাদের জন্য অনেক বড় কিছু। এরপর হার্দিক একটি উইকেট পেয়েছে এবং আমি একটি পেয়েছি। ওটা আসলেই সন্তোষজনক পারফর্মেন্স ছিলো।