promotional_ad

ছোট লক্ষ্যও প্রতিরোধ করতে সক্ষম আমরাঃ কুলদীপ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ছোট পুঁজি নিয়েও জয় ছিনিয়ে আনতে সক্ষম ভারত, এমনই বিশ্বাস দলটির চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের। আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের পুঁজি নিয়েও ১১ রানের জয় পেয়েছে বিরাট কোহলির দল।  


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ম্যাচেও খুব বেশি বড় সংগ্রহ ছিল না ভারতের। ক্যারিবিয়ানদের ২৬৯ রানের লক্ষ্য দিয়েও ম্যাচটি ১২৫ রানের বড় ব্যবধানে জিতে নেয় তারা। নিজেদের সামর্থ্য নিয়ে তাই যথেষ্ট আত্মবিশ্বাসী কুলদীপ। 



promotional_ad

কুলদীপ বলেছেন, 'আমরা শুধু টিম কম্বিনেশনের প্রতি গুরুত্ব দিচ্ছি। আমরা বোলিং আক্রমণের দিক থেকে আসলেই ভালো করছি এবং এটি গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে আমরা ২২৫ রান প্রতিরোধ করেছি এবং দেখিয়েছি যে আমরা এই ধরণের রানও প্রতিরোধ করতে পারি।'


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রানে ৫ উইকেট হারায় ভারত। এরপর মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পান্ডিয়ার ৭০ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর পায় কোহলিবাহিনী। পরবর্তীতে বোলিংয়ে নেমে ১৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার মোহাম্মদ শামি। 


দলগত এই পারফর্মেন্সের প্রশংসা করে কুলদীপ বলেছেন, 'আমরা আসলেই ভালো খেলেছি। একটা সময় আমাদের লক্ষ্য ছিল ২৫০ রান এবং এরপরে মহেন্দ্র ও হার্দিক আমাদের একটি ভালো পুঁজি এনে দিয়েছে। ২৭০ রান এই উইকেটে ভালো পুঁজি।



ইনিংসের পরের দিকে বল স্পিন করছিলো কিছুটা এবং সেটাই আমাদের মোমেন্টাম এনে দিয়েছিলো। শামি দ্রুত দুটি উইকেট পেয়েছিলো, যা আমাদের জন্য অনেক বড় কিছু। এরপর হার্দিক একটি উইকেট পেয়েছে এবং আমি একটি পেয়েছি। ওটা আসলেই সন্তোষজনক পারফর্মেন্স ছিলো। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball