দিনের সেরাঃ বাবর আজম

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ম্যাচে ৮০ বলে ৬৯ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানের ডানহাতি ব্যাটসম্যান বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বুধবার খেলতে নেমে আবারও জ্বলে উঠেছে তাঁর ব্যাট।

বার্মিংহ্যামের এজবাস্টনে ১২৭ বলে অপরাজিত ১০১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। এদিন কিউইদের ছুঁড়ে দেয়া ২৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে যখন ৪৪ রানে ২ উইকেট হারিয়ে বসে পাকিস্তান তখন মোহাম্মদ হাফিজের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন বাবর।
পাশাপাশি দলকে বিপদমুক্ত করেন তিনি। তবে ৩২ রান করা হাফিজকে লকি ফার্গুসনের হাতে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। এরপর মিডল অর্ডার ব্যাটসম্যান হারিস সোহেলকে নিয়ে ১২৬ রানের জুটি গড়েন বাবর। ফলে জয় নিশ্চিত হয় পাকিস্তানের। ম্যাচ সেরার পুরষ্কারটি দিন শেষে বাবরের হতেই উঠেছে।
এখন পর্যন্ত ৬ ম্যাচে ৬৬.৬০ গড়ে ৩৩৩ রান সংগ্রহ করেছেন বাবর আজম। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছে ছয় নম্বরে। ১টি সেঞ্চুরি ছাড়াও ২টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।