দিনের সেরাঃ হারিস সোহেল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ নিজের প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান হারিস সোহেল।
মাত্র ৮ রানে আউট হয়েছিলেন তিনি সেই ম্যাচে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ রবিবার খেলতে নেমে নিজেকে দারুণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি।

অভিজ্ঞ শোয়েব মালিকের পরিবর্তে দলে জায়গা পাওয়া হারিস খেলেছেন ৫৯ বলে ৮৯ রানের ঝড়ো একটি ইনিংস। যেখানে তিনি মেরেছেন ৩টি ছয় এবং ৯টি চার।
একই সাথে মিডল অর্ডারে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ৩০ বছর বয়সী হারিস। তাই দিনের সেরা ক্রিকেটার হিসেবে তাঁকেই অভিহিত করা যায়।
হারিসের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রোটিয়াদের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে ৩০৮ রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান। এরপর ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় প্রোটিয়ারা। ফলে ৪৯ রানে জয়ী হয় পাকিস্তান।
ব্যাট হাতে টানা তিন ম্যাচে জ্বলে উঠতে পারেননি অভিজ্ঞ শোয়েব মালিক। তাই আজ মিডল অর্ডারে হারিস সোহেলের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট।
সেই আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন তিনি। আগামী ২৯শে জুন আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের সপ্তম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। সেই ম্যাচেও দেখা যেতে পারে হারিসকে।