নতুন রেকর্ডে ইংল্যান্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৩৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। এরই সাথে রেকর্ডবুকে নিজেদের নাম লিখিয়ে নিয়েছে তারা। টানা সাতটি ওয়ানডে ম্যাচে তিনশ ছাড়ান সংগ্রহ একমাত্র ইংল্যান্ডের রয়েছে।
বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজে টানা চারটি ম্যাচে তিনশ'র বেশি রান সংগ্রহ করেছিল তারা। বিশ্বকাপেও টানা তিন ম্যাচের তিনটিতেই তিনশ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে দলটি।

এর আগে অস্ট্রেলিয়া এই রেকর্ডের মালিক ছিল। টানা ছয়টি ম্যাচে তিনশ সংগ্রহ ছিল তাদের। এবার সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে ইংলিশরা।
এছাড়া বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান এই ম্যাচে সংগ্রহ করেছে ইংল্যান্ড দল। ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩৩৮ রানের সংগ্রহ ছিল বিশ্বকাপে তাদের সর্বোচ্চ।
বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রান ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০৫ সালে টাইগারদের বিপক্ষে ৩৯১ রান সংগ্রহ করেছিল দলটি।