মিডল অর্ডারের ব্যর্থতায় মাঝারি সংগ্রহ শ্রীলংকার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটনে বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩৯ রানের মাঝারি সংগ্রহ করেছে শ্রীলংকা। ভালো শুরুর পরেও মিডল অর্ডারের ব্যর্থতায় তা আর ধরে রাখতে পারেনি দলটি।
টসে জিতে ব্যাট করতে নেমে এদিনে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন দুই লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে এবং দিমুথ করুনারত্নে। ব্যক্তিগত ১৬ রানে ফিরে যান করুনারত্নে।

এরপর দলীয় ৭১ রানে কুশল পেরেরার (১২) উইকেট হারায় দলটি। হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফিরেছেন থিরিমান্নে। ন্যাথান লায়নের বলে বোল্ড হওয়ার আগে করেন ৫৬ রান।
অ্যাডাম জাম্পাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কান মিডল অর্ডার। থিতু হওয়ার চেষ্টা করেও ফিরে যেতে হয় কুশল মেন্ডিস (২৪), অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৭) এবং জীবন মেন্ডিসকে (২১)।
১৬১ রানে ছয় উইকেট হারানো দলটিকে পুনরায় পথ দেখিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা এবং থিসারা পেরেরা। দুজনে মিলে তুলেছেন ৬৪ রান। ৪১ বলে ৪৩ রান করেছেন ধনঞ্জয়া।
থিসারা'র ব্যাটে আসে ২৭ রান। শেষপর্যন্ত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৩৯ রান করে শ্রীলংকা। অজিদের হয়ে দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।
সংক্ষিপ্ত স্কোরঃ-
শ্রীলংকাঃ- ২৩৯/৮ (৫০ ওভার)
(থিরিমান্নে ৫৬, ধনঞ্জয়া ৪৩, জাম্পা ২/৩৯)