আর্চার-রুটের বোলিংয়ের সামনে অসহায় আফগানিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লন্ডনে বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮.৪ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। জফরা আর্চার-জো রুটদের সম্মিলিত বোলিং শক্তির সামনে এদিনে দাঁড়াতেই পারেনি রশিদ-নবীদের দল। এমনকি অনিয়মিত স্পিনার রুটও এদিনে নিয়েছেন তিনটি উইকেট!
টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে হজরতউল্লাহ জাজাইয়ের (১১) উইকেট হারায় তাঁরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে দলীয় ৯২ রানের মধ্যে আরও সাতটি উইকেট হারায় আফগানরা।

এরপর মোহাম্মদ নবীর দৃঢ়তায় এগিয়ে যায় আফগানরা। এদিনে ৪২ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৪৪ রান করে শেষ উইকেট হিসেবে বিদায় নিয়েছেন নবী।
২৭ বলে ৬ রান করে তাঁকে সঙ্গ দিয়েছিলেন আফতাব আলম। নবম উইকেটে এই জুটি যোগ করে ৩৫ রান। শেষ উইকেট জুটিতে নবীর সঙ্গী ছিলেন দাওলাত জাদরান (২০*)।
জাদরান-নবী মিলে তুলেছিলেন ৩৩ রান। এছাড়া টপ অর্ডারে নুর আলি জাদরান ৩০, হাশমতউল্লাহ শহীদি ১৯, আসগর আফগান ১০ ও অধিনায়ক গুলবাদিন নাইব ১৪ রান করেন।
ইংলিশ বোলারদের মধ্যে রুট ছাড়াও আর্চার নিয়েছেন তিনটি উইকেট। একটি করে উইকেট শিকার করেছেন বেন স্টোকস ও মঈন আলি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
আফগানিস্তানঃ- ১৬০/১০ (৩৮.৪ ওভার)
(নবী ৪৪, জাদরান ৩০; রুট ৩/২২)