আশংকামুক্ত উড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন ইংলিশ পেসার মার্ক উড। সোমবার দিন জানা গেল, ইনজুরি কাটিয়ে ওঠায় বিশ্বকাপে খেলবেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচ খেলার সময় ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। পায়ের মাংসপেশিতে টান পরেছিল তাঁর।

একারণে নিজের চতুর্থ ওভার শেষ করার আগেই (৩.১ ওভারের সময়) মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এরপরে তিনি আর মাঠেই নামেননি। গত রবিবার পরীক্ষা করার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল।
রিপোর্ট অনুযায়ী তিনি সম্পূর্ণ ফিট। সুতরাং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে তাঁর আর বাঁধা থাকছে না।
আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে সোমবার দিন আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ইংলিশরা (চলমান ম্যাচ)। এই ম্যাচে উডকে ছাড়াই মাঠে নেমেছে ইংল্যান্ড।
জানা গিয়েছে মূল আসরের আগে ইংল্যান্ডের সহকারি কোচ ক্রিস সিলভারউডের তত্ত্বাবধানে একান্তে অনুশীলন চালিয়ে যাবেন উড।