শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে অজিদের আগমনী বার্তা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটনে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে বিশ্বকাপ পূর্ববর্তী গা গরমের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ১২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টানা জিততে থাকা ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ের পর হিসেবী বোলিংয়ে এমন জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
এদিনে ২৯৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেছিল ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ব্যক্তিগত ১২ রানে জেসন বেহরেনড্রফের শিকার হয়ে ফেরেন জনি বেয়ারস্টো।
এরপর দলীয় ৬৫ রানে ফিরে যান আরেক ওপেনার জেসন রয় (৩২)। দলীয় একশ রানের মধ্যে বেন স্টোকসকেও হারায় ইংল্যান্ড। ইয়ন মরগান এবং জো রুট বিহীন ব্যাটিং লাইনআপে পাঁচ নম্বরে নেমেছিলেন স্টোকস।
স্টোকস ফেরার পর জেমস ভিন্সের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন জশ বাটলার। ৩১ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৫২ রান করে ফেরেন তিনি। দলীয় দুইশ হওয়ার আগে বিদায় নেন ভিন্সও।

তাঁর ব্যাটে আসে ৬৪ রান। এরপর দলকে জেতাতে চেষ্টা করে গিয়েছেন মঈন আলি-ক্রিস ওকসরা। মঈন (২২) ফিরলেও অনেকক্ষণ লড়াই করে গিয়েছেন ওকস।
৪৪ বলে ৪০ রান করে রানআউটের শিকার হন তিনি। চেষ্টা করেছিলেন লিয়াম প্ল্যাঙ্কেটও (১৯)। তারপরও ইংল্যান্ড থেমেছে ৪৯.৩ ওভারে ২৮৫ রান করে।
অজিদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বেহরেনড্রফ এবং কেন রিচার্ডসন। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১৯ রানেই তাঁরা হারায় ওপেনার অ্যারন ফিঞ্চের উইকেট। তিনি ১৪ রান করে আউট হয়েছেন।
শুরু থেকে দেখে শুনে খেলতে থাকা ওয়ার্নার ৪৩ রান করে ফিরেন সাজঘরে। ওয়ান ডাউনে নামা সন মার্শের ব্যাট থেকে এসেছে ৩০ রানের ইনিংস। মার্শ ফেরার পর চতুর্থ উইকেটে একটি বড় জুটি গড়েন স্টিভ স্মিথ ও উসমান খাওয়াজা।
এই দুজনে যোগ করেছেন ৭৬ রান। খাওয়াজা ৩১ রান কর?? ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্রুতই ফিরেছেন মার্কুস স্টইনিস। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩ রান। অ্যালেক ক্যারি আউট হয়েছেন ৩০ রান করে।
কোল্টার নাইল ফিরেছেন ১ রান করে। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়ে ১০২ বলে ১১৬ রান করে আউট হয়েছেন স্টিভ স্মিথ। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি ছয় ও ৮টি চারে।
এরপর অ্যাদাম জাম্পা ১ রান করে রান আউট হয়ে ফিরলে পুঁজিটা ৩০০ ছাড়ায়নি অস্ট্রেলিয়ার। বেহেনড্রফ ৪ রান করে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রানে পৌঁছে দিয়েছেন।
ইংল্যান্ডের হয়ে একাই চারটি উইকেট নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। একটি করে উইকেট নিয়েছেন মার্ক উড, টম কারান ও লিয়াম ডসন।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৯৭/৯ (৫০ ওভার)
(স্টিভ স্মিথ ১১৬, খাওয়াজা ৩১; প্লাঙ্কেট ৪/৬৯)
ইংল্যান্ডঃ- ২৮৫/১০ (৪৯.৩ ওভার)
(ভিন্স ৬৪, বাটলার ৫২; বেহরেনড্রফ ২/৪৩)