promotional_ad

আসছেন ওয়াসিম জাফর

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করতে আগামী ২৭ তারিখ ??াংলাদেশে আসবেন ভারতের ওয়াসিম জাফর। বয়স ভিত্তিক পর্যায় থেকে শুরু করে হাই পারফর্মেন্স ইউনিট, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সাথে ব্যাটিং নিয়ে কাজ শুরু করবেন তিনি। বিসিবির সাথে ওয়াসিমের চুক্তি এক বছরের। 


আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লীগ খেলতে এসে বিসিবির চাকরি পেয়ে যান ওয়াসিম জাফর। আবাহনীর হয়ে এবারের আসরে ১০ ম্যাচ খেলে ৪৮ গড় ও ৮০ স্ট্রাইক রেটে ৪৩৫ রান করেছেন।



promotional_ad

টুর্নামেন্ট চলাকালীন সময়ে আবাহনীর তরুণ ক্রিকেটারদের ব্যাটিং সম্পর্কিত পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে ছন্দ হারানো টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের ব্যাটিং নিয়ে আলাদা ভাবে কাজ করতে দেখা গেছে তাঁকে।


যার ফলাফল হাতেনাতে পেয়েছেন সৌম্য ও আবাহনী। আবাহনীর হয়ে লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে সেঞ্চুরি ও রেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরি হাঁকান সৌম্য।  


ভারতের হয়ে ৩১ টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ওয়াসিম জাফরের। পাঁচটি সেঞ্চুরি ও দুটি ডাবল সেঞ্চুরিতে ১৯৪৪ রান করেছেন তিনি। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে পাহাড়সম অভিজ্ঞতা আছে জাফরের। ২৪২ প্রথম ম্যাচ খেলে পঞ্চাশ গড়ে আঠারো হাজারেরও বেশি রান করেছেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball