ভেঙ্গে পড়ল সাইট স্ক্রিন!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচ চলাকালে সাইট স্ক্রিন ভেঙে পড়েছে। আরেকটু হলেই ডেভিড পেইন নামের এক ক্রিকেটারের উপর পড়তে পারত সেই সাইট স্ক্রিন।
দ্বিতীয় বিভাগের আসর স্প্যাকসেভার্স কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামারগান এবং গ্লোচেষ্টারশায়ারের খেলা চলছিল তখন। ম্যাচের দ্বিতীয় দিনে খাবারের বিরতির ঠিক আগমুহূর্তে ঘটেছে এমন ঘটনা।

কয়েকজন ভলান্টিয়ার মিলে সাইট স্ক্রিন সরানোর চেষ্টা করছিল। তখন মাঠের সেই প্রান্তে ফিল্ডিংয়ে থাকা বোলার ডেভিড পেইন এগিয়ে আসেন তাঁদের সাহায্য করতে। আর তখনই সাইট স্ক্রিন পড়ে যায় মাঠের মধ্যে।
দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন গ্লোচেষ্টারশায়ারের বোলার পেইন। ঘটনার বিবরণ দিতে গিয়ে পেইন জানিয়েছেন,
'সাইট স্ক্রিন সরাতে সাহায্য করার জন্য আমি আর কখনোই যাবো না, এটাই শেষ বার। তখন আমার মনে হচ্ছিল সাইট স্ক্রিন আমি ধরতে পারব, কিন্তু তখনই আবার মনে হয়েছে এটা বাজে সিদ্ধান্ত হবে। বের হয়ে আসাটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে আমার।
'ভলান্টিয়ার ছেলেটা আমাকে বলেছে সাইট স্ক্রিন আমার উপরে পড়লে আমি থেতলে যেতে পারতাম। কোচ অবশ্য এই ঘটনায় মজা পেয়েছে। তাঁরা দিনের সেরা মুহূর্ত হিসেবে এটাকে বিবেচনা করছে। এটা তাঁদের অনেক হাসিয়েছে।'
ম্যাচে ২২২ রানে এগিয়ে আছে পেইনের দল গ্লোচেষ্টারশায়ার। আগে ব্যাট করে ৪৬৩ রানে অলআউট হয়েছে তাঁরা, দ্বিতীয় দিন শেষে গ্ল্যামারগানের সংগ্রহ আট উইকেটে ২৪১ রান।