সিরিজে ফেরার লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আজ মঙ্গলবার ব্রিস্টলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামছে পাকিস্তান এবং স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা।
বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেটি বাতিল হলেও দ্বিতীয় ওয়ানডেতে ১২ রানের জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। ১২ রানের জয় পেতে অবশ্য অনেক কষ্ট করতে হয়েছিল তাদের। শেষ ওভার পর্যন্ত তাঁদেরকে চাপে রেখেছিল পাকিস্তান।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংলিশরা তাই তৃতীয় ওয়ানডেতেও জয় ছাড়া কিছু ভাবছেনা। ব্রিস্টলেও জয় ছাড়া কিছু ভাবছেন না মরগান বাহিনী। তাই নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে ফের মাঠে নামবে ইংলিশরা।
জয়ের খুব কাছে গিয়েও দ্বিতীয় ওয়ানডেতে হতাশা নিয়ে মাঠ ছেড়েছিল পাকিস্তান। সুযোগ ছিল নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় রান তারা করে জয় তুলে নেয়ার। কিন্তু ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা ৩৬১ রান করেছিল।

তবে ম্যাচ হারলেও বড় আত্মবিশ্বাস পেয়েছে সরফরাজ আহমেদের দল। সেই ম্যাচে ১৩৮ রানের ইনিংস খেলা ফখর জামান আছেন ভালো ছন্দে। বোলিং আক্রমণ নিয়ে দুশ্চিন্তা থাকলেও এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান।
বিশ্বকাপ স্কোয়াডে না থাকা পেসার মোহাম্মদ আমির জল বসন্তের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। যেকারণে আরেকটি বড় সুযোগ হাতছাড়া হচ্ছে তাঁর। তবে শাহীন আফ্রিদি-হাসান আলিদের উপর আস্থা রাখবেন অধিনায়ক।
ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বেশ ছন্দে থাকায় ব্যাটিং লাইন আপে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে একাদশে ডেভিড উইলির জায়গায় ফিরতে পারেন জোফরা আর্চার। এছাড়া আর কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই ইংলিশদের দলে।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ জেসন রয়, জনি বেয়ারস্টো (উইকেট), জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জেমস ভিন্স, বেন স্টোকস, জো ডেনলি, মঈন আলী, টম কারান/ জোফরা আর্চার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট।
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক / উইকেটরক্ষক), হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলী, শাহীন আফ্রিদি, জুনায়েদ খান।