promotional_ad

অ্যামব্রিসের সেঞ্চুরিতে ফাইনালে উইন্ডিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সুনিল অ্যামব্রিসের সেঞ্চুরিতে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল তাঁরা।


৩২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে উইন্ডিজ। উদ্বোধনী জুটি টিকেছে ৮৪ রান পর্যন্ত। শাই হোপ ফিরেন ৩০ রানে।


এরপরে ১৭ রানে ফিরেছেন ডোয়াইন ব্রাভোও। এরপর রোস্টন চেজের সঙ্গে ১২৮ রানের জুটি গড়েন অ্যামব্রিস। ৫৩ বলে ৪৬ রান করা চেজও ফিরে যান।



promotional_ad

সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়ার পরেও সমানতালে রান করে যান অ্যামব্রিস। থেমেছেন ১২৬ বলে ১৪৮ রান করে। ইনিংসে ছিল ১৯ টি চার ও একটি ছক্কার মার।


এরপর জোনাথন কার্টারের ২৭ বলে অপরাজিত ৪৩ ও অধিনায়ক জেসন হোল্ডারের ২৪ বলে ৩৬ রানের সুবাদে ১৩ বল হাতে রেখেই জিতেছে উইন্ডিজ। আয়ারল্যান্ডের হয়ে বয়েড র‍্যাঙ্কিন ৬৫ রান খরচায় তিন উইকেট নিয়েছেন।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আন্ড্রু বালবির্নির সেঞ্চুরিতে ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩২৭ রান করেছে স্বাগতিকরা। ১২৪ বলে ১১ টি চার ও চারটি ছয়ে ১৩৫ রান করেন বালবির্নি।


এছাড়া ওপেন করতে নামা পল স্টার্লিং করেন ৭৭ রান। তিনটি ছক্কা এবং সমান চারে ৪০ বলে ৬৩ রানের ইনিংস খেলেন কেভিন ও'ব্রায়েন। উইন্ডিজের হয়ে শ্যানন গ্যাব্রিয়েল দুইটি উইকেট নেন।   



সিরিজে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উইন্ডিজ, আরও একটি ম্যাচ বাকি তাঁদের। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা আয়ারল্যান্ডেরও বাকি একটি ম্যাচ। দুইটি ম্যাচই ছয় পয়েন্ট নিয়ে টেবিলের মাঝে থাকা বাংলাদেশের বিপক্ষে। 


সংক্ষিপ্ত স্কোরঃ-


আয়ারল্যান্ডঃ- ৩২৭/৫ (৫০ ওভার)
(বালবির্নি ১৩৫, স্টার্লিং ৭৭; গ্যাব্রিয়েল ২/৪৭)
উইন্ডিজঃ- ৩৩১/৫ (৪৭.৫ ওভার)
(অ্যামব্রিস ১৪৮, চেজ ৪৬; র‍্যাঙ্কিন ৩/৬৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball