আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ডের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্কটল্যান্ড। আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যে ১৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে তাঁরা।
টম সোল, ব্র্যাড হুইল, গেভিন মেইন এবং মাইকেল জোন্সদের মত ক্রিকেটাররা এই স্কোয়াডে জায়গা পেয়েছেন। এই চারজন ক্রিকেটার ওমানের বিপক্ষে সিরিজেও স্কটিশ দলে ছিলেন।

ইনজুরির কারণে এই সিরিজে জায়গা হয়নি স্টু উইটিংহাম, আদ্রিয়ান নেইল এবং রুয়াধরিদের। তবে দলের কোচ শেন বার্গার আসন্ন সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী,
'আমরা অনেক আত্মবিশ্বাস নিয়ে আসন্ন সিরিজে মাঠে নামবো। শক্তিশালী আফগানিস্তানকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত। দল ঘোষণার সময় আমরা সব বিভাগকেই গুরুত্ব দিয়েছি।
ভক্তরা আমাদের কাছে ইতিবাচক ক্রিকেট উপহার পাবেন আশা করছি। সামনের দিনগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।'
চলতি মাসের ৮ এবং ১০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দুটি খেলবে স্কটল্যান্ড। এই সিরিজের পরই বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবেন নবি-রশিদরা।
স্কোয়াড: কাইল কোয়েদজার (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথিউ ক্রস, অ্যালাসডেইয়ার ইভান্স, মাইকেল জোন্স, মাইকেল নিয়েস্ক, ক্যালাম ম্যাকলয়েড, গ্যভিন মইন, জর্জ মুন্সী, সাফিয়ান শরীফ, টম সোলে, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।