মালিক-হাফিজে নাসির হুসাইনের বাজি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপ দিয়েই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার সম্ভাবনা রয়েছে পাকিস্তান দলের দুই সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজের। বিশ্বকাপে এই দুজনই পাকিস্তান দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হোসাইন।
বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার মালিক এবং হাফিজ। আর তাঁদের অভিজ্ঞতাই এই বিশ্বকাপে কাজে আসবে পাকিস্তানের জন্য।

তবে পাকিস্তানের ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের উপরেই বেশী আস্থা রাখছেন নাসির। স্কোরবোর্ডে ২৮০'র মত রান আটকে দেয়ার ক্ষমতা রাখে দলটির বোলাররা। নাসির জানান,
'পাকিস্তানের হয়ে বিশ্বকাপে মুখ্য ভূমিকা পালন করবেন মালিক এবং হাফিজ। তাঁদেরকে বড় স্কোর গড়তে হলে এই দুজনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
'কিন্তু দলটির ব্যাটিং লাইন আপের চেয়ে বোলিং লাইন আপ আমাকে বেশী প্রভাবিত করে। কারণ স্কোরবোর্ডে ২৮০'র মত রান করলেও বোলারদের সেটা আটকানোর ক্ষমতা আছে।'
আগামী মাসের ৩০ তারিখ পর্দা উঠবে ইংল্যান্ড বিশ্বকাপের। ৩১শে মে উইন্ডিজদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সরফরাজ আহমেদের দল। ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: ফখর জামান, ইমাম-উল-হক, আবিদ আলি, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ , সরফরাজ আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, হারিস সোহেল।