সৌরভের পক্ষে ভারতীয় বোর্ড

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী একইসঙ্গে ক্রিকেট বিষয়ক দুই পদে বহাল থাকতে পারবেন না কোন ক্রিকেটার। আর এই ইস্যুতে একইসঙ্গে তিন পদে থাকার পরেও সৌরভ গাঙ্গুলির পক্ষ নিয়েছে বিসিসিআই।
চলমান আইপিএলে দিল্লী ক্যাপিটালসের উপদেষ্টা পদে আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ। এছাড়াও ক্রিকেটের সঙ্গে একাধিক সংশ্লিষ্টটা আছে তাঁর।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বে আছেন কলকাতার মহারাজ খ্যাত সৌরভ। এছাড়াও ক্রিকেট অ্যাডভাইজর কমিটির (সিএসি) সদস্য তিনি।
দুটো পদে থেকেও কিভাবে আইপিএলের মতো আসরে উপদেষ্টার ভুমিকার নাম লিখিয়েছেন তিনি এটা নিয়েও চলছে বিতর্ক। তবে এই বিতর্কে সৌরভের পক্ষেই আছে বিসিসিআই। সেখানকার এক কর্মকর্তা জানিয়েছে,
'সে সিএসির একজন সদস্য। কিন্তু এই কমিটি চার বছরে দুইদিন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা এখন সাবেক ক্রিকেটার হিসেবে তাঁর ক্রিকেট সংক্রান্ত কাজ থেকে তাঁকে আটকাতে পারি না। '
এরইমাঝে সৌরভের সঙ্গে বৈঠকও করেছে বিসিসিআইয়ের একটি দল। তবে সাড়ে তিন ঘণ্টার সভা শেষে সন্তুষ্টই মনে হয়েছে সৌরভকে। এমনকি গণমাধ্যমেও সৌরভ বলেছেন সবকিছু ঠিক আছে।
উল্লেখ্য, সিএসির বাকী দুই সদস্য শচিন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষণও আইপিএলের দুইটি দল যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের উপদেষ্টার ভূমিকায় আছেন। তবে সৌরভের ক্ষেত্রে অভিযোগের মূল কারণ সিএবির সভাপতির দায়িত্বে আছেন সৌরভ।