'সম্মানিত' হাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি ঘোষিত দলে জায়গা পেয়ে সম্মানিত বোধ করছেন পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
দল ঘোষণার পরেই টুইটের মাধ্যমে প্রাথমিক প্রতিক্রিয়া জানান তিনি। যেখানে তিনি লিখেছেন,

'আলহামদুলিল্লাহ্। ২০১৯ সালের বিশ্বকাপ স্কোয়াডের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। ইনশাল্লাহ আমি আমার সেরাটা খেলতে চাই বিশ্বকাপে। শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।'
পাকিস্তানের এই দলে মোহাম্মদ হাফিজ ছাড়াও জায়গা পেয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। এই দুই ক্রিকেটারকে নেওয়া হয়েছে মূলত মিডল অর্ডারে ভারসাম্য আনার জন্য।
দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক জানান, 'শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ এর আগে বিশ্বকাপে খেলেছে। তাঁরা যথেষ্ট অভিজ্ঞ। মিডল অর্ডারে তাঁদের অভিজ্ঞতা দলের প্রয়োজন।'
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডঃ সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, সাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।