ধোনিকে পাওয়া বিলাসিতা নয়, ভাগ্যঃ কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট মস্তিষ্ককে পেয়ে ভাগ্যবান ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। মাঠে সাবেক অধিনায়কের চঞ্চলতায় অনেকসময় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায় কোহলিকে।
বিষয়টিকে বিলাসিতা হিসেবে দেখছেন না কোহলি। বরঞ্চ ধোনির ক্রিকেট জ্ঞানে প্রচণ্ড রকমের আস্থা তাঁর। সম্প্রতি ইন্ডিয়া টুডে নামক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানান,

'সে (ধোনি) খেলাকে খুব ভালোভাবে বোঝে। মাঠের এক থেকে তিনশ নাম্বার বল পর্যন্ত বোঝে। ধোনিকে পাওয়া বিলাসিতা তা আমি বলব না। কিন্তু উইকেটের পেছনে তাঁর মতো একজন নেতা পেয়ে আমি ভাগ্যবান।
'দিনের শেষে আমি যখন দলের ম্যানেজমেন্টের সঙ্গে বসি তখন মাহি ভাই (ধোনি) ও রোহিত শর্মার সঙ্গে সবকিছু শেয়ার করি।'
মাঠে বোলার পরিবর্তন বা ফিল্ডারদের স্থান পর্যন্ত পরিবর্তন করেন ধোনি। মাঝে মধ্যে কোহলিও এগিয়ে আসেন। বিষয়টিকে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখছেন কোহলি। একইসাথে সাম্প্রতিক সময়ে ধীরগতির ব্যাটিংয়ে সমালোচিত হওয়া ধোনিকে বাঁচিয়ে রাখছেন তিনি।
'৩০-৩৫ ওভারের পর আমি যখন আউটফিল্ডে থাকি তখন যেন এমনিতেই সব হয়ে যায়। তখন শুধু ফিল্ড প্লেসমেন্ট আর বোলার পরিবর্তনের বিষয় থাকে।
'আমরা তাঁকে বলি তুমি উইকেট সম্পর্কে জানো, উইকেট কতটুকু পেস সহায়ক বা বল কেমন এঙ্গেলে হবে তা জানো। একারণেই আমাদের দুইজনের মধ্যে অনেক শ্রদ্ধা আর বিশ্বাস। তাঁর পেছনে মানুষের কথা বলার বিষয়টি দুঃখজনক।'